ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ টেকনাফের দুই মাদক কারবারী গ্রেফতার

মেহেদী হাসান মেহের,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • Update Time : ০৭:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফের দুই যুবককে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার দুর্গারামপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রবিউল ও জুনায়েদ। তারা দুজনই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা তারা মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে রুটিন টহলকালে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে থামানো হয়। পরবর্তীতে দেহ তল্লাশিতে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, বাঞ্ছারামপুর দিয়ে বিভিন্ন সময় বাইরের জেলা থেকে মাদক ঢোকানোর চেষ্টা হয়।
তবে সাম্প্রতিক সময়ে পুলিশের কঠোর নজরদারির কারণে এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ টেকনাফের দুই মাদক কারবারী গ্রেফতার

মেহেদী হাসান মেহের,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Update Time : ০৭:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফের দুই যুবককে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার দুর্গারামপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রবিউল ও জুনায়েদ। তারা দুজনই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা তারা মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে রুটিন টহলকালে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে থামানো হয়। পরবর্তীতে দেহ তল্লাশিতে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, বাঞ্ছারামপুর দিয়ে বিভিন্ন সময় বাইরের জেলা থেকে মাদক ঢোকানোর চেষ্টা হয়।
তবে সাম্প্রতিক সময়ে পুলিশের কঠোর নজরদারির কারণে এসব কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।