বাঞ্ছারামপুরে ঢোলভাঙ্গা নদীতে ভেসে গেল ১০ বছরের ইব্রাহিম — এখনো নিখোঁজ!

- Update Time : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৩৬ Time View
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় আজ মঙ্গলবার সকালে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। গোসল করতে নেমে নদীর স্রোতে ভেসে যায় ইব্রাহিম (১০) নামের এক শিশু। সকাল থেকেই নদীর দুই তীরে চলছে স্বজনদের আহাজারি, আর শিশুটিকে ফিরে পাওয়ার আশায় চলছে মরিয়া অনুসন্ধান অভিযান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইব্রাহিম তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নামে। সবাই মিলে হাসি-আনন্দে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের টানে ইব্রাহিমকে আর দেখা যায় না। মুহূর্তেই আনন্দের চিৎকার পরিণত হয় চিৎকার-চেঁচামেচিতে।
খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘণ্টার পর ঘণ্টা পানিতে অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ডাকা হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে, যারা বিকেল পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
ইব্রাহিমের মা–বাবা নদীর তীরে বসে বিলাপ করছেন। “আমার ছেলেটা তো সকালেই হেসে খেয়ে বের হলো, ও যে আর ফিরবে না—এটা ভাবতেও পারছি না,” কাঁদতে কাঁদতে এমনটাই বললেন ইব্রাহিমের মা।
ঘটনাস্থলে ভিড় করেছে শত শত মানুষ। কেউ কেউ চোখ মুছে প্রার্থনা করছেন—“হে আল্লাহ, ইব্রাহিমকে যেন নিরাপদে ফিরিয়ে দেন।”
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, “আমাদের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। স্রোত খুব প্রবল, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি শিশুটিকে উদ্ধারের জন্য।”
পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একদিকে শিশুর হারানোর ব্যথা, অন্যদিকে নদীর তীরে অপেক্ষমান অসহায় বাবা-মায়ের আর্তনাদ—সব মিলিয়ে বাঞ্ছারামপুর আজ শোকে স্তব্ধ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়