বাজারে শিক্ষার্থীকে মারধর, শেকৃবি ছাত্রদের বিক্ষোভে বাজার ও থানা ঘেরাও

- Update Time : ০২:০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৬৭ Time View
রাজধানীর আগারগাঁও এলাকার বিএনপি বাজারে মাছ কিনতে গিয়ে বাকবিতণ্ডার জেরে দোকানদারদের হামলার শিকার হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষার্থী।এ সময় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়।
রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ কেনাকে কেন্দ্র করে দোকানদারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই শিক্ষার্থী। একপর্যায়ে দোকানদারেরা তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। হামলায় একজন শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং একজন গুরুতর আহত হয়।
ঘটনার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টার দিকে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিএনপি বাজার ঘেরাও করেন। তবে এর আগেই অধিকাংশ দোকানদার ও বাজারের মালিক স্থান ত্যাগ করেন।
আটকে পড়া এক শিক্ষার্থীকে পুলিশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। খবর পেয়ে শিক্ষার্থীরা থানার সামনে গিয়ে অবস্থান নেন এবং অবরুদ্ধ শিক্ষার্থীকে তাদের সঙ্গে ফিরিয়ে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।