বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

- Update Time : ১২:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ২২ Time View
বহু জল্পনা, গোপন ডেটিং এবং একসঙ্গে বিদেশ ভ্রমণের পর অবশেষে একসঙ্গে পথ চলার আনুষ্ঠানিক ঘোষণা এলো। ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা এবং দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা বাগদান সেরে ফেলেছেন। দীর্ঘদিনের এই প্রেমকাহিনিতে ইতি টেনেছেন এই তারকা জুটি।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুর্গাপূজার উৎসবের আবহেই বিজয়ের হায়দরাবাদের বিলাসবহুল বাড়িতে অত্যন্ত ঘরোয়া পরিবেশে তাদের আংটিবদল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস্য এবং তাদের কাছের কয়েকজন আত্মীয়।শুক্রবার (০৩ অক্টোবর) প্রথম সোশ্যাল মিডিয়ায় তাদের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়ে। এরপরই শনিবার (০৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম খবরটি নিশ্চিত করে। যদিও এই মুহূর্তে বিজয় বা রাশমিকা কেউই ব্যক্তিগতভাবে কোনো ছবি পোস্ট করেননি বা আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
বিজয়ের টিমের দেওয়া তথ্য অনুযায়ী, তারা এখন এনগেজড এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ নতুন বছরের শুরুতেই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৮ সালে, যখন তারা প্রথম একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ ছবিতে অভিনয় করেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই নজর কাড়ে যে, এরপর ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাদের জুটি দারুণভাবে জনপ্রিয়তা পায়।
বছরের পর বছর ধরে তারা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপ থাকলেও, তাদের একসঙ্গে বিমানবন্দরে আসা-যাওয়া, গোপন ডিনার এমনকি করোনা কালে রাশমিকার ছবিতে বিজয়ের বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখে অনুরাগীরা আন্দাজ করেছিলেন, তারা লিভইন সম্পর্কে আছেন। গত আগস্টে তাদের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ নিউইয়র্কেও একসঙ্গে দেখা যায়।
তারা প্রকাশ্যে নিজেদের ‘সিঙ্গেল নন’ বললেও কে তাদের সঙ্গী, তা নিয়ে রহস্য বজায় রেখেছিলেন। কিন্তু অবশেষে এনগেজমেন্টের এই খবর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সব জল্পনার অবসান ঘটাল। এখন শুধু তাদের চার হাত এক হওয়ার সেই মুহূর্তটির অপেক্ষায় রয়েছেন কোটি কোটি অনুরাগী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়