বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয় পরিদর্শন করলেন উপাচার্য

- Update Time : ১০:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৯ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) কার্যালয় পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এই পরিদর্শনকালে তিনি সমিতির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান।
এসময় বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য শিক্ষার্থীদের গঠনমূলক সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সংবাদকর্মীদের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য যে, এসময় বাকৃবি উপাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।