বাকৃবি ছাত্রদলের মানবিক উদ্যোগ: বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের খাবার ও চিকিৎসা

- Update Time : ০৭:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ১৮ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের থেকে খাবার পায়। তবে দীর্ঘ ছুটির কারণে খাবারের অভাবে তারা দুর্ভোগে পড়ে। এই পরিস্থিতিতে প্রাণীদের খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে বাকৃবি ছাত্রদল।
বাকৃবি ছাত্রদলের সদস্যরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছে। তারা ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ পুষ্টিকর খাবার দিচ্ছে, যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণীদের জন্য তারা ওষুধ ও চিকিৎসা দিচ্ছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিষয়টি জানিয়েছে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।”
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, “আওয়ামী দুঃশাসন আমলে অমানবিকতার যে নজির দেখেছি আমরা, সেই অন্ধকার দূর করতে মানবতার আলো ছড়িয়ে দিতে চায় জাতীয়তাবাদী ছাত্রদল। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠিত হোক প্রতিটি হৃদয়ে। নিরাপদ থাকুক সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সহ প্রতিটি প্রাণী।”
বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম শোয়াইব বলেন, প্রাণীগুলো ক্যাম্পাসেরই অংশ। ফাঁকা ক্যাম্পাসে অবলা প্রাণীগুলো যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে সেজন্যে ছাত্রদলের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়
বাকৃবি ছাত্রদলের এই উদ্যোগ প্রাণীপ্রেমী ও সচেতন মহলে প্রশংসিত হয়েছে। সাধারণ শিক্ষার্থী অনেকেই মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড অন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে বলে মনে করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়