ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি

বাকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদল

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১২:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ৪ Time View

২০২৪–২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১২ এপ্রিল)। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের ৯টি মূল কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রেও ছিল পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড়। পরীক্ষায় অংশ নিতে আগত শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় এগিয়ে আসে বাকৃবি ছাত্রদল। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, নেতা মিরাজ ও শাহীন-এর নেতৃত্বে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে স্থাপিত হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের দেয়া হয় তথ্য সেবা, ফ্রি বাইক সার্ভিস, প্রাথমিক চিকিৎসা, তৃষ্ণা নিবারণের জন্য পানি ও শরবত, পাশাপাশি বিতরণ করা হয় চকলেট ও টফি।

বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা ছাত্রদলের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। খুলনা থেকে আগত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “ছাত্রদলের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। রাজনীতি মানেই কেবল মিছিল-মিটিং নয়, সেবামূলক কাজই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত।”

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার বলেন, “আমাদের ছাত্রদল একটি মেধাবী, ছাত্রবান্ধব ও জনমুখী সংগঠন। নতুন প্রজন্মের ভাবনা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা ছাত্ররাজনীতিকে যুগোপযোগী করতে কাজ করছি। শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, সামাজিক ও শিক্ষাক্ষেত্রেও আমরা সক্রিয় ভূমিকা রাখতে চাই।”

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের একটি প্রতিনিধি দল আকিফ তানজিম-এর নেতৃত্বে এ কার্যক্রমে স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করে।

এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে বাকৃবি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১১ হাজার ৫১১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৮৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

বাকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদল

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১২:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

২০২৪–২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১২ এপ্রিল)। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের ৯টি মূল কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রেও ছিল পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড়। পরীক্ষায় অংশ নিতে আগত শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় এগিয়ে আসে বাকৃবি ছাত্রদল। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, নেতা মিরাজ ও শাহীন-এর নেতৃত্বে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে স্থাপিত হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের দেয়া হয় তথ্য সেবা, ফ্রি বাইক সার্ভিস, প্রাথমিক চিকিৎসা, তৃষ্ণা নিবারণের জন্য পানি ও শরবত, পাশাপাশি বিতরণ করা হয় চকলেট ও টফি।

বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা ছাত্রদলের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। খুলনা থেকে আগত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “ছাত্রদলের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। রাজনীতি মানেই কেবল মিছিল-মিটিং নয়, সেবামূলক কাজই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত।”

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার বলেন, “আমাদের ছাত্রদল একটি মেধাবী, ছাত্রবান্ধব ও জনমুখী সংগঠন। নতুন প্রজন্মের ভাবনা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা ছাত্ররাজনীতিকে যুগোপযোগী করতে কাজ করছি। শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, সামাজিক ও শিক্ষাক্ষেত্রেও আমরা সক্রিয় ভূমিকা রাখতে চাই।”

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের একটি প্রতিনিধি দল আকিফ তানজিম-এর নেতৃত্বে এ কার্যক্রমে স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করে।

এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে বাকৃবি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১১ হাজার ৫১১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৮৯ শতাংশ।