ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

বাকৃবির হলে ব্যতিক্রমী উদ্যোগ: চাকরির সুপারিশপ্রাপ্তদের সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১১:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / ৫৫ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রস্তাবিত মাওলানা ভাসানী হলের (পূর্বনাম- বঙ্গবন্ধু শেখ মুজিব হল) শিক্ষার্থীরা চাকরির সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে। শুক্রবার (১৪ মার্চ) ইফতারের পূর্বমুহূর্তে ‘নিঝুম দ্বীপ’ ফ্লোরের শিক্ষার্থীরা যৌথভাবে এই আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে সদ‌্য চাকরির সুপারিশপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে হল থেকে তাদের বিদায় জানানো হয়। এ উপলক্ষে চাকরি সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরাও কৃতজ্ঞতা স্বরূপ পুরো ফ্লোরের শিক্ষার্থীদের জন্য ইফতারে বিরিয়ানির আয়োজন করেন।

চাকরির সুপারিশপ্রাপ্ত মো. রোকোনুজ্জামান বলেন, ‘এমন ভালোবাসাপূর্ণ আয়োজন সত্যিই অভাবনীয়। আমাদের ফ্লোরের ভাইয়েরা যে আন্তরিকতা দেখিয়েছে, তা আজীবন মনে রাখার মতো। চাকরির সুপারিশপ্রাপ্তদের সম্মানিত করতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত ও কৃতজ্ঞ।’

সংবর্ধনা আয়োজকদের অন্যতম মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চাই, আমাদের ভাইয়েরা কর্মজীবনে সফল হোক। তাদের এ অর্জন আমাদের জন্যও অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে আমরা যেন তাদের মতো গর্বিত হতে পারি, সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই।”

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ওই হলের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

বাকৃবির হলে ব্যতিক্রমী উদ্যোগ: চাকরির সুপারিশপ্রাপ্তদের সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ১১:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রস্তাবিত মাওলানা ভাসানী হলের (পূর্বনাম- বঙ্গবন্ধু শেখ মুজিব হল) শিক্ষার্থীরা চাকরির সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে। শুক্রবার (১৪ মার্চ) ইফতারের পূর্বমুহূর্তে ‘নিঝুম দ্বীপ’ ফ্লোরের শিক্ষার্থীরা যৌথভাবে এই আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে সদ‌্য চাকরির সুপারিশপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে হল থেকে তাদের বিদায় জানানো হয়। এ উপলক্ষে চাকরি সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরাও কৃতজ্ঞতা স্বরূপ পুরো ফ্লোরের শিক্ষার্থীদের জন্য ইফতারে বিরিয়ানির আয়োজন করেন।

চাকরির সুপারিশপ্রাপ্ত মো. রোকোনুজ্জামান বলেন, ‘এমন ভালোবাসাপূর্ণ আয়োজন সত্যিই অভাবনীয়। আমাদের ফ্লোরের ভাইয়েরা যে আন্তরিকতা দেখিয়েছে, তা আজীবন মনে রাখার মতো। চাকরির সুপারিশপ্রাপ্তদের সম্মানিত করতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত ও কৃতজ্ঞ।’

সংবর্ধনা আয়োজকদের অন্যতম মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চাই, আমাদের ভাইয়েরা কর্মজীবনে সফল হোক। তাদের এ অর্জন আমাদের জন্যও অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে আমরা যেন তাদের মতো গর্বিত হতে পারি, সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই।”

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ওই হলের শিক্ষার্থীরা।