ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাকৃবির শাহজালাল হলে ব্যতিক্রমী সম্প্রীতির ইফতার

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৯:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ১৬ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক শাহজালাল হলে পবিত্র রমজান উপলক্ষ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈদের ছুটিতে প্রায় সকল শিক্ষার্থী যখন বাসায়, নানা জটিলতায় এখনো বাসায় যেতে না পারা এমন শিক্ষার্থী ও হলের কর্মকর্তা কর্মচারী নিয়ে ব্যতিক্রমী ওই ইফতার মাহফিলের আয়োজন করেছে ওই হলের প্রশাসন।

রোববার (২৩ মার্চ) বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হল প্রশাসনের অংশগ্রহণে ওই ইফতার মাহফিলে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, হাউজ টিউটর (জেনারেল) মো. আরিফ খান পাঠান, ডা. মো. রফিকুল ইসলাম ও বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল আবাসিক হল হিসেবে পরিচিত শাহজালাল হলে বরাবরই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চর্চা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সিনিয়র, জুনিয়র কর্মকর্তা, কর্মচারী একত্র হয়ে ইফতার করেন।

হলের খেলার মাঠের খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার গ্রহণ করেন, যা তাদের ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এই ধরনের উদ্যোগ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং হলে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। সিনিয়র-জুনিয়র ও প্রশাসনের মধ্যকার সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের বিষয়ে ওই হলের সাবেক শিক্ষার্থী ও বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, শাহজালাল হলে আজ আমরা সবাই একত্রিত হয়েছি এই পবিত্র রমজান মাসের বরকতময় সময়ে ইফতারের জন্য। ইফতার কেবল খাবার গ্রহণের একটি সময় নয়, এটি হলো সংযম, ধৈর্য, সহানুভূতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশেষ মুহূর্ত। ইফতার আমাদের শেখায় ধনী-গরিব নির্বিশেষে একসঙ্গে বসে খাবার ভাগ করে নেওয়ার শিক্ষা। এই মিলনমেলা আমাদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি আর ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

এ বিষয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, “মানবজাতির জন্য রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এই পবিত্র মাসে হলের সিনিয়র-জুনিয়রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যে এই ইফতার আয়োজন করা হয়, যা হলের শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এই ইফতারের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় চর্চা করছে এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করছে, যা সত্যিই মনোমুগ্ধকর। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান রাখা হবে।”

Please Share This Post in Your Social Media

বাকৃবির শাহজালাল হলে ব্যতিক্রমী সম্প্রীতির ইফতার

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৯:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক শাহজালাল হলে পবিত্র রমজান উপলক্ষ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈদের ছুটিতে প্রায় সকল শিক্ষার্থী যখন বাসায়, নানা জটিলতায় এখনো বাসায় যেতে না পারা এমন শিক্ষার্থী ও হলের কর্মকর্তা কর্মচারী নিয়ে ব্যতিক্রমী ওই ইফতার মাহফিলের আয়োজন করেছে ওই হলের প্রশাসন।

রোববার (২৩ মার্চ) বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হল প্রশাসনের অংশগ্রহণে ওই ইফতার মাহফিলে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, হাউজ টিউটর (জেনারেল) মো. আরিফ খান পাঠান, ডা. মো. রফিকুল ইসলাম ও বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল আবাসিক হল হিসেবে পরিচিত শাহজালাল হলে বরাবরই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চর্চা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সিনিয়র, জুনিয়র কর্মকর্তা, কর্মচারী একত্র হয়ে ইফতার করেন।

হলের খেলার মাঠের খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার গ্রহণ করেন, যা তাদের ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এই ধরনের উদ্যোগ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং হলে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। সিনিয়র-জুনিয়র ও প্রশাসনের মধ্যকার সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের বিষয়ে ওই হলের সাবেক শিক্ষার্থী ও বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, শাহজালাল হলে আজ আমরা সবাই একত্রিত হয়েছি এই পবিত্র রমজান মাসের বরকতময় সময়ে ইফতারের জন্য। ইফতার কেবল খাবার গ্রহণের একটি সময় নয়, এটি হলো সংযম, ধৈর্য, সহানুভূতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশেষ মুহূর্ত। ইফতার আমাদের শেখায় ধনী-গরিব নির্বিশেষে একসঙ্গে বসে খাবার ভাগ করে নেওয়ার শিক্ষা। এই মিলনমেলা আমাদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি আর ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

এ বিষয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, “মানবজাতির জন্য রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এই পবিত্র মাসে হলের সিনিয়র-জুনিয়রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যে এই ইফতার আয়োজন করা হয়, যা হলের শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এই ইফতারের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় চর্চা করছে এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করছে, যা সত্যিই মনোমুগ্ধকর। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান রাখা হবে।”