বাকৃবির ফজলুল হক হলে নবীনবরণ অনুষ্ঠিত

- Update Time : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৪৭ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফজলুল হক হলের নবাগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল ১, সেমিস্টার ১) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ফজলুল হক হলের কমনরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৭৬ জন নবীন শিক্ষার্থীদের একটি ট্রি শার্ট, ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠান ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো সামছুল আলম, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, পিএমএইচসিএল পরিচালক অধ্যাপক ড. মো আমীর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো হেলাল উদ্দীন এবং কেমিস্ট ক্রপ কেয়ার লিমিটেটের সিইও মো সিরাজুল ইসলাম। এ ছাড়া হলের হাউস টিউটরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র শিক্ষার্থী, সাংবাদিক নেতৃবৃন্দ, এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বাকৃবি দেশের ভেতর সেরা কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে তোমারা ভবিষ্যত গড়ার সুযোগ পেয়েছ। বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলা রক্ষায় সমস্ত নিয়মকানুন মেনে চলবে। দেশের উন্নয়নের জন্য পড়াশোনার মনোযোগী হবে এবং দক্ষ কৃষিবিদ হয়ে গড়ে উঠবে। নিজের দক্ষতা উন্নয়নের জন্য অবশ্যই যেকোন একটি সংগঠনের সাথে যুক্ত হবে। বিদেশে উচ্চ শিক্ষা এবং চারিত্রিক গঠনে যা তোমাদের সাহায্য করবে।
তিনি আরও বলেন, সুন্দরভাবে পড়ালেখা করতে দরকার সুন্দর একটা সার্কেল, সুন্দর পরিবেশ। ফজলুল হক হলের পরিবেশ অত্যন্ত মনোরম, পড়ালেখার জন্য সুযোগ রয়েছে। আশা করি, তোমরা শিক্ষা, নীতি নৈতিকতা, মানবিকতা দিয়ে সামনে এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার বলেন, হল হচ্ছে একটি পরিবার। হলের শৃঙ্খলা রক্ষা করার জন্য সমস্ত নিয়ম কানুন মেনে চলবে, বড়দের শ্রদ্ধা করবে। হলের আসন সংকট শিগগির সমাধান করা হবে। তোমাদের জন্য নির্দিষ্ট কক্ষের ব্যবস্থা করা হবে। হলের মানোন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরো ভালো সুযোগ সুবিধা পাবে।