বাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরী ভবনে ফিলিস্তিনের পতাকা স্থাপনে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ

- Update Time : ১১:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১০ Time View
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে বিভিন্ন স্থাপনায় ফিলিস্তিনের পতাকা স্থাপন করেছে। এসময় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে পতাকা স্থাপনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের
অসহযোগিতার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছে বাকৃবি শাখা শিবিরের নেতৃবৃন্দরা।
জানা যায়, বুধবার (৯ এপ্রিল) সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাকৃবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ফিলিস্তিনের পতাকা স্থাপনের মাধ্যমে ‘সলিডারিটি উইথ ফিলিস্তিন’ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ৬ টি আবাসিক হল এবং কেন্দ্রীয় মসজিদে ফিলিস্তিনের পতাকা স্থাপন করা হয়।
পতাকা স্থাপন কর্মসূচিতে উপস্তিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রশিবির সভাপতি ফখরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, এইচ আর ডি সম্পাদক রাজ আহমেদ, দাওয়াহ সম্পাদক হাফিজুর রহমান, মানবসেবা সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় লাইব্রেরি বিল্ডিংয়ে পতাকা স্থাপনে প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করে নেতৃবৃন্দরা বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি বিল্ডিংয়ে পতাকা স্থাপনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছি। আমাদের বলা হয় লাইব্রেরি ভবনে পতাকা স্থাপনের জন্য ছাত্র বিষয়ক উপদেষ্টার অনুমতি প্রয়োজন। পরবর্তীতে ছাত্র বিষয়ক উপদেষ্টার সাথে যোগাযোগ করা হয়। ছাত্র বিষয়ক উপদেষ্টা মহোদয় ভিসি স্যারের বরাতে বলেন আমরা যাতে লাইব্রেরি বিল্ডিংয়ে পতাকা স্থাপন না করে মুক্ত কোনো জায়গায় পতাকা স্থাপন করি।
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবির সভাপতি ফখরুল ইসলাম বলেন, গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা ক্যাম্পাসের হলগুলোতে এবং কেন্দ্রীয় মসজিদে ফিলিস্তিনের পতাকার প্যানা লাগিয়েছি। আমরা কেন্দ্রীয় লাইব্রেরী ভবণে প্যানা লাগাতে চাইলেও প্রশাসনের অসহযোগিতামূলক আচরণ আমাদের হতাশ করেছে। আমরা নির্বিচারে যেভাবে গাজায় মানুষদের হত্যা করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাই। রবের দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন। তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেদের প্রতি আহ্বান থাকবে তারা যাতে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করে ও দোয়াতে যাতে ফিলিস্তিনের মানুষদের শামিল রাখে।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হোক আমরাও এটা চাই। ভিসি স্যারের পক্ষ থেকে আমরা তাদেরকে পতাকা স্থাপনের ক্ষেত্রে ফাঁকা মাঠে স্থাপনের পরামর্শ দিয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়