বাকৃবিতে ১৬ জুলাই ও ৫ আগস্ট ঘিরে ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা

- Update Time : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৪১ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আসন্ন ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন-২০২৫ উপলক্ষে এক ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় ভূমিকা প্রদর্শন করে ৩-৪ মিনিট ব্যাপ্তির ভিডিও ডকুমেন্টারি তৈরি করার জন্য আহবান জানানো হয় এবং তৈরিকৃত ডকুমেন্টারি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে (পেন ড্রাইভে) ছাত্র বিষয়ক বিভাগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত ভিডিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বাছাই করে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে পুরস্কৃত করা হবে। সেইসাথে, নির্বাচিত কিছু ভিডিও ডকুমেন্টারি অনুষ্ঠানে প্রদর্শন করারও সুযোগ পাবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচিত ভিডিওগুলো শর্তহীনভাবে কৃতজ্ঞতা স্বীকার করে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করবে।