ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সৌদি আরবে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ আ.লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে: সারজিস আলম চাঁদ দেখা গেছে , সৌদিতে ঈদ ৬ জুন ১৯ বছর পর পাকিস্তানিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত মিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই : মোদি মাতারবাড়ি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো দ্রুত উন্নয়নের তাগিদ প্রধান উপদেষ্টার পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগে কোনো দলমত দেখা হয়নি: ড. ওয়াহিদউদ্দিন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুবি সাকা চৌধুরী কিংবা সাঈদী এভাবেই ফিরে আসতে পারতেন: সারজিস

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু, চলবে ৩ দিন

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০২:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ৫৫ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ কার্যক্রম আগামী ২৮ মে পর্যন্ত চলবে। ভর্তির জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত রিপোর্টিং স্থানে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সূ‌ত্রে জানা‌নো হয়, সশরীরে বাকৃবিতে উপস্থিত হওয়ার আগে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম এবং পে-স্লিপ তৈরি হবে। সেগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ভর্তি কার্যক্রমের দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরসহ জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা পরিশোধ করেছেন। তাদের আর কোনো টাকা প্রদান করতে হবে না। অনলাইনে প্রদানকৃত অর্থ থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে অবশিষ্ট টাকা পূবালী ব্যাংকে শিক্ষার্থীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

স‌রেজ‌মিন বি‌ভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা দলবদ্ধভাবে নির্ধারিত স্থানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছেন। যেমন, টিএসসি কনফারেন্স হলে শিক্ষা বিষয়ক শাখা, কোষাধ্যক্ষ শাখা ও পূবালী ব্যাংকের কার্যক্রম সম্পন্ন কর‌ছেন। টিএসসিতে ব্লাড গ্রুপ রিপোর্ট প্রদান, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা ও লটারির মাধ্যমে হল নির্বাচন করছেন। এছাড়াও সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিসে ডিন এবং পরিচালকবৃন্দ মূল কাগজপত্র যাচাই করে ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করছেন।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু, চলবে ৩ দিন

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০২:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ কার্যক্রম আগামী ২৮ মে পর্যন্ত চলবে। ভর্তির জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত রিপোর্টিং স্থানে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সূ‌ত্রে জানা‌নো হয়, সশরীরে বাকৃবিতে উপস্থিত হওয়ার আগে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম এবং পে-স্লিপ তৈরি হবে। সেগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ভর্তি কার্যক্রমের দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরসহ জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা পরিশোধ করেছেন। তাদের আর কোনো টাকা প্রদান করতে হবে না। অনলাইনে প্রদানকৃত অর্থ থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে অবশিষ্ট টাকা পূবালী ব্যাংকে শিক্ষার্থীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

স‌রেজ‌মিন বি‌ভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা দলবদ্ধভাবে নির্ধারিত স্থানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছেন। যেমন, টিএসসি কনফারেন্স হলে শিক্ষা বিষয়ক শাখা, কোষাধ্যক্ষ শাখা ও পূবালী ব্যাংকের কার্যক্রম সম্পন্ন কর‌ছেন। টিএসসিতে ব্লাড গ্রুপ রিপোর্ট প্রদান, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা ও লটারির মাধ্যমে হল নির্বাচন করছেন। এছাড়াও সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিসে ডিন এবং পরিচালকবৃন্দ মূল কাগজপত্র যাচাই করে ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করছেন।