বাকৃবিতে শিক্ষকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

- Update Time : ১২:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ৬ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে এবং অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: মোজাম্মেল হকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সরকার ও অধ্যাপক এ.কে.এম. রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থীদের শুভেচ্ছা জানিয়ে এই প্রশিক্ষণের গুরুত্বারোপ করেন এবং প্রত্যেক প্রশিক্ষণার্থীদের তাদের কর্মজীবনে এই ট্রেনিং থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের জন্যে বিভিন্ন প্রকল্প যেমন (পেনশন ভোগীদের কার্যক্রম অটোমেশনে নিয়ে আসা, এই বিশ্ববিদ্যালয় অধিকতর পরিস্কার পরিচ্ছন্ন রাখা) ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ দেন যেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় তথা সমাজ তাদের কথা স্মরণ করে।
উল্লেখ্য , চলতি বছরের ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়