বাকৃবিতে শহীদ স্মরণে ছাত্রফ্রন্টের মোমবাতি প্রজ্জ্বলন, মিছিল ও আলোচনা সভা

- Update Time : ১১:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৫৫ Time View
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘শহীদ স্মরণ মিছিল’, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বুধবার (১৬ জুলাই ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায় এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ। এসময় বক্তব্য রাখেন সহ-সম্পাদক জাবের ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল, যা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতনে ১৫ বছরের লড়াইকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সেই আন্দোলনের স্ফুলিঙ্গ হয়ে সারা দেশে গণজোয়ার সৃষ্টি করে।”
তারা আরও বলেন, “এক বছর পার হলেও সেই গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক সংস্কারের যে প্রত্যাশা ছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। বরং বিচারহীনতা, দমন-পীড়ন বেড়েছে। শহীদদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি, আহতদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি, এমনকি শহীদ পরিবারের পুনর্বাসনও করা হয়নি। এই অবহেলা রাষ্ট্রের নৈতিক দায় এড়ানোর প্রতিফলন।”
সমাবেশ থেকে বক্তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায়—সে জন্য প্রয়োজন ছাত্র-জনতার দৃঢ় ঐক্য ও সংগঠিত আন্দোলন।
পরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও জাতীয় মুক্তির প্রতীকী সংগীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।