ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাকৃবিতে বিপুল ভোটে শিক্ষার্থীদের সমর্থন পেল কম্বাইন্ড ডিগ্রি

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১২:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৩৬৯ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আয়োজিত ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, পশুপালন অনুষদের ৯২ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে এবং মাত্র ৮ শতাংশ শিক্ষার্থী এনিমেল হাজবেন্ড্রি ডিগ্রির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে এবং ২০ শতাংশের কম শিক্ষার্থী ডিভিএম ডিগ্রির পক্ষে মত দিয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে গঠিত কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

এর আগে গত ২৮ জুলাই থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যান। পরবর্তীতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে যোগ দেন, ফলে আন্দোলন আরও তীব্র হয়।

এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শিক্ষার্থীদের মতামত জানতেই কমিটি সরাসরি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। এর আওতায় ভেটেরিনারি অনুষদের লেভেল-১ থেকে লেভেল-৫ এবং পশুপালন অনুষদের লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যন্ত শিক্ষার্থীরা নিজেদের ইআরপি প্রোফাইলে লগইন করে ভোট দেন। অনলাইন ভোটগ্রহণ চলে ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে ১৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত।

ভোটের ফলাফল প্রসঙ্গে অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, “এ বিষয়ে এখনও কিছু কাজ বাকি আছে। এনিমেল হাজবেন্ড্রি ডিগ্রির পক্ষে কোনো উল্লেখযোগ্য সমর্থন নেই। পশুপালন অনুষদের ৯২ শতাংশ এবং ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছেন। আমরা শিক্ষার্থীদের মতামত জেনেছি। এখন ডিএলএসসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবো। আলোচনা শেষ হলে আমরা রিপোর্ট প্রণয়নের দিকে এগোবো।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে বিপুল ভোটে শিক্ষার্থীদের সমর্থন পেল কম্বাইন্ড ডিগ্রি

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১২:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আয়োজিত ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, পশুপালন অনুষদের ৯২ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে এবং মাত্র ৮ শতাংশ শিক্ষার্থী এনিমেল হাজবেন্ড্রি ডিগ্রির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে এবং ২০ শতাংশের কম শিক্ষার্থী ডিভিএম ডিগ্রির পক্ষে মত দিয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে গঠিত কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

এর আগে গত ২৮ জুলাই থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যান। পরবর্তীতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে যোগ দেন, ফলে আন্দোলন আরও তীব্র হয়।

এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শিক্ষার্থীদের মতামত জানতেই কমিটি সরাসরি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। এর আওতায় ভেটেরিনারি অনুষদের লেভেল-১ থেকে লেভেল-৫ এবং পশুপালন অনুষদের লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যন্ত শিক্ষার্থীরা নিজেদের ইআরপি প্রোফাইলে লগইন করে ভোট দেন। অনলাইন ভোটগ্রহণ চলে ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে ১৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত।

ভোটের ফলাফল প্রসঙ্গে অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, “এ বিষয়ে এখনও কিছু কাজ বাকি আছে। এনিমেল হাজবেন্ড্রি ডিগ্রির পক্ষে কোনো উল্লেখযোগ্য সমর্থন নেই। পশুপালন অনুষদের ৯২ শতাংশ এবং ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছেন। আমরা শিক্ষার্থীদের মতামত জেনেছি। এখন ডিএলএসসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবো। আলোচনা শেষ হলে আমরা রিপোর্ট প্রণয়নের দিকে এগোবো।