বাকৃবিতে পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

- Update Time : ০১:০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ১৩৫ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক একটি প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রায় ৪০ জন সদস্য।
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান শিপুর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল. অধ্যাপক ড. শায়লা সারমিন এবং জি.আর.এস.এল. ড. জহিরুল আলম। কর্মশালাটিতে এছাড়াও আনন্দ মোহন কলেজের সাবেক এসআরএম রোভার খোকন মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের আরও অন্যান্য রোভার অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস) ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (সিডিআরএস) অর্জনের জন্য প্রয়োজনীয় ধাপ, কৌশল ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা অংশগ্রহণকারী রোভারদের আগ্রহ ও প্রতিশ্রুতিকে উৎসাহিত করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, গত ৭-৮ মাস ধরে আমি রোভারদের সঙ্গে কাজ করছি। তারা আমাদের নানাভাবে সহায়তা করেছে। ভর্তি পরীক্ষার মতো চাপের সময় তারা যেভাবে দায়িত্ব পালন করেছে, তা প্রশংসনীয়। তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, গত কয়েক বছরে ছেলেরা অ্যাওয়ার্ড অর্জনে এগিয়ে ছিল। তবে মেয়েদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল। আমরা আশা করি ভবিষ্যতে মেয়েরা আরও এগিয়ে আসবে। ইতোমধ্যে বাকৃবি থেকে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ পিআরএস অর্জিত হয়েছে। রোভাররা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। আমরা আশাবাদী, সামনে তারা আরও ভালো কিছু করবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সাফল্য দেখিয়েছে। এই কর্মশালা ছিল তাদের সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রস্তুতির অংশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়