ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাকৃবিতে ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে উপস্থিতি ৯৮ শতাংশ

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৮:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৪০ Time View

ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে মোট ৭২৮১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং অনুপস্থিত ছিলেন ১৭৭ জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর স্নাতক (সম্মান) শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষাটি সম্পন্ন হয়।এবছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের আওতাধীন ১৬টি অঞ্চলে মোট ১৬১টি কক্ষে সর্বমোট ৭৪৫৮ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে। এর মধ্যে ৭২৮১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং অনুপস্থিত ছিলেন ১৭৭ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার প্রায় ৯৮ভাগ বলে জানিয়েছেন এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর ইউনিট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনকারী বাকৃবির কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের  বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলি, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ড. জহিরুল আলমসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ।

হল পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও খুবই আশাব্যঞ্জক। আমি সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা জানাই। আশা করি, ছেলে-মেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নিজেদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভর্তি পরীক্ষা আয়োজন ও পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে উপস্থিতি ৯৮ শতাংশ

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৮:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর স্নাতক (সম্মান) শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষাটি সম্পন্ন হয়।এবছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের আওতাধীন ১৬টি অঞ্চলে মোট ১৬১টি কক্ষে সর্বমোট ৭৪৫৮ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে। এর মধ্যে ৭২৮১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং অনুপস্থিত ছিলেন ১৭৭ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার প্রায় ৯৮ভাগ বলে জানিয়েছেন এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর ইউনিট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনকারী বাকৃবির কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের  বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলি, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ড. জহিরুল আলমসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ।

হল পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও খুবই আশাব্যঞ্জক। আমি সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা জানাই। আশা করি, ছেলে-মেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নিজেদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভর্তি পরীক্ষা আয়োজন ও পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।