ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

বাকৃবিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শন

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৩ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সলিডারিটি সোসাইটি ‘জুলাই-২৪’ আন্দোলন নিয়ে এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তথ্যচিত্রটিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের পটভূমি, সংঘটিত ঘটনা, আন্দোলনের লক্ষ্য ও এর দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়। এতে দেখানো হয় কিভাবে ২০২৪ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত চলা গণতান্ত্রিক বিপ্লব দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল।

প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সচেতন করবে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করবে।

সলিডারিটি সোসাইটির এক সদস্য জানান, “এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার সঙ্গে পরিচিত করা এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া। জুলাই আন্দোলন থেকে আমরা বুঝতে পারি দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে যে কোন ফ্যাসিবাদের কবর রচিত হয়। এই ঐক্যকে আরো সুসংহত করার জন্যই আজকে বাকৃবি সলিডারিটি সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পাসের ছাত্র জনতাকে নিয়ে আজকের এই ক্ষুদ্র আয়োজন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐক্য ধরে রাখার জন্য আমাদের সবধরনের কার্যক্রমে আপনাদের সহযোগিতা কাম্য।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শন

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সলিডারিটি সোসাইটি ‘জুলাই-২৪’ আন্দোলন নিয়ে এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তথ্যচিত্রটিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের পটভূমি, সংঘটিত ঘটনা, আন্দোলনের লক্ষ্য ও এর দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়। এতে দেখানো হয় কিভাবে ২০২৪ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত চলা গণতান্ত্রিক বিপ্লব দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল।

প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সচেতন করবে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করবে।

সলিডারিটি সোসাইটির এক সদস্য জানান, “এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার সঙ্গে পরিচিত করা এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া। জুলাই আন্দোলন থেকে আমরা বুঝতে পারি দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে যে কোন ফ্যাসিবাদের কবর রচিত হয়। এই ঐক্যকে আরো সুসংহত করার জন্যই আজকে বাকৃবি সলিডারিটি সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পাসের ছাত্র জনতাকে নিয়ে আজকের এই ক্ষুদ্র আয়োজন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐক্য ধরে রাখার জন্য আমাদের সবধরনের কার্যক্রমে আপনাদের সহযোগিতা কাম্য।