বাকৃবিতে চলছে দুই দিনব্যাপী ‘জাতীয় ভাষা উৎসব–২০২৫’
- Update Time : ০২:০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১২ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে জাতীয় ভাষা উৎসব-২০২৫ । শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা বিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
আজ উৎসবের প্রথম পর্ব- বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও বর্ণকুঞ্জ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী আগামীকাল (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
ভাষা প্রতিযোগিতায় ৬টি ভাষার ওপর ১০টি বিভাগ (সাহিত্য উৎসব প্রথম ও দ্বিতীয় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, জার্মানি, জাপানিজ, স্প্যানিশ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষা, কানেকটেড ডট, ফিকশন ফিউশন) থেকে বিজয়ী মোট ২৫ জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা সম্মাননা।
প্রতিযোগিতা শেষে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আলোচনা সেশনে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, শৈল্পিকভাবে কথা বলার কৌশল বিষয়ে আলোচনা করবেন মৌসুমি মৌ এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কলাকৌশল নিয়ে আলোচনা করবেন জয় চৌধুরী। এ ছাড়া বিভিন্ন বিষয়ের আরও অতিথিরা বক্তব্য রাখবেন।
এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব রাফি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভাষা বিষয়ে আগ্রহ চমকপ্রদ। তাদের ভাষাগত দক্ষতা যাচাই এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। এই ভাষা উৎসবে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আর্ট, সাহিত্য ও সংস্কৃতির ওপর একটি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তির বাইরে পুরনো সংস্কৃতির ভিন্ন স্বাদ নিতে পারবেন।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়














































































































































































