ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবেঃ তারেক রহমান

বাকৃবিতে খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১২:১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৫৮ Time View

কৃষকদের আদর্শ খামারি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা। এতে অংশগ্রহণ করেন ময়মনসিংহের সুতিয়াখালী অঞ্চলের ১০০ জন নারী ও পুরুষ খামারি।

শনিবার (৩০ আগস্ট ) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাষী মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. রেজাউল করিম মিয়া এবং সঞ্চালনা করেন ডা. মো. বয়জার রহমান।

কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মশালায় খামার পরিকল্পনা, রোগবালাই প্রতিরোধ, খামারভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা ও কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে আলোচনা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা অপরিহার্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন খরচ হ্রাস এবং বাজারমুখী পরিকল্পনা প্রণয়ন করলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “দেশের কৃষি খাতকে টেকসই করার জন্য খামার ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ দেশের ৮০ ভাগ লোক হচ্ছে কৃষক। কৃষকরা চাষাবাদ করে তাই এদের উন্নতি কিভাবে করা যায় সেটাই আমাদের চিন্তা। গবেষণা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে একত্রিত করে আমরা কৃষকদের জন্য কার্যকর নির্দেশিকা তৈরি করতে চাই। সঠিক পরিকল্পনা, রোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে খামার ব্যবস্থাপনাকে সাজাতে হবে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এ খাত আরও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১২:১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

কৃষকদের আদর্শ খামারি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা। এতে অংশগ্রহণ করেন ময়মনসিংহের সুতিয়াখালী অঞ্চলের ১০০ জন নারী ও পুরুষ খামারি।

শনিবার (৩০ আগস্ট ) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাষী মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. রেজাউল করিম মিয়া এবং সঞ্চালনা করেন ডা. মো. বয়জার রহমান।

কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মশালায় খামার পরিকল্পনা, রোগবালাই প্রতিরোধ, খামারভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা ও কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে আলোচনা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা অপরিহার্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন খরচ হ্রাস এবং বাজারমুখী পরিকল্পনা প্রণয়ন করলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “দেশের কৃষি খাতকে টেকসই করার জন্য খামার ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ দেশের ৮০ ভাগ লোক হচ্ছে কৃষক। কৃষকরা চাষাবাদ করে তাই এদের উন্নতি কিভাবে করা যায় সেটাই আমাদের চিন্তা। গবেষণা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে একত্রিত করে আমরা কৃষকদের জন্য কার্যকর নির্দেশিকা তৈরি করতে চাই। সঠিক পরিকল্পনা, রোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে খামার ব্যবস্থাপনাকে সাজাতে হবে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এ খাত আরও সমৃদ্ধ হবে।