ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাকা-ময়মনসিংহ পথে বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাকিস্তান সেনা-তালেবানের মধ্যে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা তিন সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয় আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ভাঙচুর ও গোলাগুলি প্রতিষ্ঠার দুই দশক পর টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

বাকৃবিতে কর্মচারীদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০২:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৯৯ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের(জিটিআই) শ্রেণীকক্ষে দুই সপ্তাহব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বাকৃবির বিভিন্ন শাখা থেকে মনোনীত ৩০ জন কর্মচারী অংশগ্রহণ করছেন।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার তানিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চাকরি জীবনে প্রত্যেক কর্মচারীরই প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী—জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই এই চেতনা ধারণ করে জনগণের স্বার্থে ও দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি কর্মচারীদের শিষ্টাচার মেনে চলা ও বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যে যত বেশি বিনয়ী হবে, সে তত দূর এগিয়ে যাবে। বিনয়ী মানুষকে সবাই পছন্দ করে। এই বিশ্ববিদ্যালয় আমাদের মাতৃসম প্রতিষ্ঠান। এর ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে প্রত্যেক কর্মচারীকে চাকরিবিধি মেনে যথাযথভাবে অফিসের দায়িত্ব পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে কর্মচারীদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০২:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের(জিটিআই) শ্রেণীকক্ষে দুই সপ্তাহব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বাকৃবির বিভিন্ন শাখা থেকে মনোনীত ৩০ জন কর্মচারী অংশগ্রহণ করছেন।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার তানিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চাকরি জীবনে প্রত্যেক কর্মচারীরই প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী—জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই এই চেতনা ধারণ করে জনগণের স্বার্থে ও দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি কর্মচারীদের শিষ্টাচার মেনে চলা ও বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যে যত বেশি বিনয়ী হবে, সে তত দূর এগিয়ে যাবে। বিনয়ী মানুষকে সবাই পছন্দ করে। এই বিশ্ববিদ্যালয় আমাদের মাতৃসম প্রতিষ্ঠান। এর ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে প্রত্যেক কর্মচারীকে চাকরিবিধি মেনে যথাযথভাবে অফিসের দায়িত্ব পালন করতে হবে।