ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫ নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১০:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১২৪ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলা করেছে বহিরাগতরা। রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়।

আজ সকাল ১১টার দিকে কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় দুপুর ১টার দিকে সভায় উপস্থিত ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

এ ঘটনায় ২২৭ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের বেশ কয়েকবার আলোচনা হয়, কিন্তু সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা তাদেরকে সেখানেই অবরুদ্ধ করে রাখে।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বহিরাগতরা দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের দিকে ধেয়ে আসে, এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের আলোচনার সময় অতর্কিত এ হামলা চালানো হয়। এসময় নারী শিক্ষার্থী সহ অনেকেই আহত হন। এসময় অডিটোরিয়াম থেকে শিক্ষকরা বের হয়ে যান। এর কিছুক্ষণ পরে বাকৃবির সব হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা ক্ষোভ প্রকাশ করে প্রক্টর অফিসসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “যৌক্তিক দাবি চাওয়ায় আমাদের ওপর প্রশাসন বহিরাগতদের লেলিয়ে দিয়েছে। এই ফ্যাসিস্ট আচরণ আমরা মেনে নিতে পারি না। তারা আমাদের ওপর নিজেদের মত চাপ প্রয়োগ করেছে।”

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১০:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলা করেছে বহিরাগতরা। রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়।

আজ সকাল ১১টার দিকে কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় দুপুর ১টার দিকে সভায় উপস্থিত ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

এ ঘটনায় ২২৭ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের বেশ কয়েকবার আলোচনা হয়, কিন্তু সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা তাদেরকে সেখানেই অবরুদ্ধ করে রাখে।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বহিরাগতরা দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের দিকে ধেয়ে আসে, এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের আলোচনার সময় অতর্কিত এ হামলা চালানো হয়। এসময় নারী শিক্ষার্থী সহ অনেকেই আহত হন। এসময় অডিটোরিয়াম থেকে শিক্ষকরা বের হয়ে যান। এর কিছুক্ষণ পরে বাকৃবির সব হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা ক্ষোভ প্রকাশ করে প্রক্টর অফিসসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “যৌক্তিক দাবি চাওয়ায় আমাদের ওপর প্রশাসন বহিরাগতদের লেলিয়ে দিয়েছে। এই ফ্যাসিস্ট আচরণ আমরা মেনে নিতে পারি না। তারা আমাদের ওপর নিজেদের মত চাপ প্রয়োগ করেছে।”