ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৪:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৪ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।

দিবসটি উদযাপনের শুরুতে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। এরপর সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। এসময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া বলেন, এসময় ভাষা শহীদ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের নায়কদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘দেশের জন্য সকলের এই আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাকস্বাধীনতা আমাদের রক্ষা করে চলতে হবে। ফ্যাসিস্টমুক্ত স্বাধীন দেশে যতপ্রকার কুচক্রী আছে তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। ক্ষুধা-দারিদ্র্য মুক্ত, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ ও বহন করার অঙ্গীকার গ্রহণ করতে হবে।

পুষ্পস্তবক অর্পণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মো হেলাল উদ্দীনসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও সকাল সাড়ে ১০ টার দিকে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে ‘ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতন ‘ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে দুপুরে জাতীয় দিবস উদযাপন কমিটি বিশ্ববিদ্যালয় মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৪:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।

দিবসটি উদযাপনের শুরুতে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। এরপর সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। এসময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া বলেন, এসময় ভাষা শহীদ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের নায়কদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘দেশের জন্য সকলের এই আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাকস্বাধীনতা আমাদের রক্ষা করে চলতে হবে। ফ্যাসিস্টমুক্ত স্বাধীন দেশে যতপ্রকার কুচক্রী আছে তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। ক্ষুধা-দারিদ্র্য মুক্ত, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ ও বহন করার অঙ্গীকার গ্রহণ করতে হবে।

পুষ্পস্তবক অর্পণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মো হেলাল উদ্দীনসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও সকাল সাড়ে ১০ টার দিকে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে ‘ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতন ‘ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে দুপুরে জাতীয় দিবস উদযাপন কমিটি বিশ্ববিদ্যালয় মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে।