বাউ সলিডারিটি সোসাইটির জুলাই স্মৃতিচারণ ও আলোকচিত্র প্রদর্শনী

- Update Time : ১২:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৩২ Time View
‘জুলাই: ইতিহাসের দ্রোহ’ স্লোগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে ‘জুলাই রেমিনিসেন্স’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম ইনডোরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাউ সলিডারিটির সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও জুলাইয়ের স্মৃতিচারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখার আহ্বায়ক মো. আতিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক এস এম শোয়াইব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাকৃবি শাখার সভাপতি আবু নাছির ত্বোহা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বাউ সলিডারিটি সোসাইটির সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
এসময় তারা জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি সম্বলিত ফটো কর্ণার ঘুরে দেখেন এবং অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করেন।
বাউ সলিডারিটি সোসাইটি সদস্য আব্দুল্লাহ আফসান বলেন, আমরা চেষ্টা করেছি জুলাইকে আবার পুনর্জীবিত করতে, মানুষের মাঝে জুলাই চেতনা ছড়িয়ে দিতে। আমরা বাকৃবির প্রতিটি সংগঠনকে একত্রিত করার চেষ্টা করেছি। আমরা চাই, বাকৃবির সকল শিক্ষার্থী ও সংগঠন জুলাইকে ধারন করুক, আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসুক। কারণ আমাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যত।
আয়োজক কমিটির আরেক সদস্য ছাব্বির হোসেন রিজন বলেন, নয়া আজাদীর বুদ্ধিবৃত্তিক আন্দোলনকে আরও বেশি সুসংগঠিত করতে, জ্ঞানকে আহরন করতে বাকৃবির শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমরা জ্ঞান দিয়েই পৃথিবী জয় করতে চাই। সেই প্রেক্ষাপট থেকেই বাউ সলিডারিটি সোসাইটির পথযাত্রা। আমরা ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে বাউ সলিডারিটি সোসাইটি কাজ করে যাবে।