ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫ নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে

বাউ সলিডারিটি সোসাইটির জুলাই স্মৃতিচারণ ও আলোকচিত্র প্রদর্শনী

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১২:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ১৩৭ Time View

‘জুলাই: ইতিহাসের দ্রোহ’ স্লোগানে বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে (বাকৃ‌বি) জুলাই অভ্যুত্থা‌নের স্মৃ‌তিচার‌ণ নিয়ে ‘জুলাই রেমি‌নি‌সেন্স’ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম ইনডোরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউ সলিডারিটির সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে জুলাই আ‌ন্দোল‌নের আ‌লোক‌চিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও জুলাইয়ের স্মৃতিচারণ করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ জাতীয়তাবাদী ছাত্রদ‌ল, বাকৃ‌বি শাখার আহ্বায়ক মো. আ‌তিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক এস এম শোয়াইব, বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বি‌র বাকৃ‌বি শাখার সভাপ‌তি আবু না‌ছির ত্বোহা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বাউ সলিডারিটি সোসাইটির সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এসময় তারা জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি সম্বলিত ফটো কর্ণার ঘুরে দেখেন এবং অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করেন।

বাউ সলিডারিটি সোসাইটি সদস্য আব্দুল্লাহ আফসান বলেন, আমরা চেষ্টা করেছি জুলাইকে আবার পুনর্জীবিত করতে, মানুষের মাঝে জুলাই চেতনা ছড়িয়ে দিতে। আমরা বাকৃবির প্রতিটি সংগঠনকে একত্রিত করার চেষ্টা করেছি। আমরা চাই, বাকৃবির সকল শিক্ষার্থী ও সংগঠন জুলাইকে ধারন করুক, আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসুক। কারণ আমাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যত।

আয়োজক কমিটির আরেক সদস্য ছাব্বির হোসেন রিজন বলেন, নয়া আজাদীর বুদ্ধিবৃত্তিক আন্দোলনকে আরও বেশি সুসংগঠিত করতে, জ্ঞানকে আহরন করতে বাকৃবির শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমরা জ্ঞান দিয়েই পৃথিবী জয় করতে চাই। সেই প্রেক্ষাপট থেকেই বাউ সলিডারিটি সোসাইটির পথযাত্রা। আমরা ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে বাউ সলিডারিটি সোসাইটি কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

বাউ সলিডারিটি সোসাইটির জুলাই স্মৃতিচারণ ও আলোকচিত্র প্রদর্শনী

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১২:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

‘জুলাই: ইতিহাসের দ্রোহ’ স্লোগানে বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে (বাকৃ‌বি) জুলাই অভ্যুত্থা‌নের স্মৃ‌তিচার‌ণ নিয়ে ‘জুলাই রেমি‌নি‌সেন্স’ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম ইনডোরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউ সলিডারিটির সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে জুলাই আ‌ন্দোল‌নের আ‌লোক‌চিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও জুলাইয়ের স্মৃতিচারণ করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ জাতীয়তাবাদী ছাত্রদ‌ল, বাকৃ‌বি শাখার আহ্বায়ক মো. আ‌তিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক এস এম শোয়াইব, বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বি‌র বাকৃ‌বি শাখার সভাপ‌তি আবু না‌ছির ত্বোহা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বাউ সলিডারিটি সোসাইটির সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এসময় তারা জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি সম্বলিত ফটো কর্ণার ঘুরে দেখেন এবং অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করেন।

বাউ সলিডারিটি সোসাইটি সদস্য আব্দুল্লাহ আফসান বলেন, আমরা চেষ্টা করেছি জুলাইকে আবার পুনর্জীবিত করতে, মানুষের মাঝে জুলাই চেতনা ছড়িয়ে দিতে। আমরা বাকৃবির প্রতিটি সংগঠনকে একত্রিত করার চেষ্টা করেছি। আমরা চাই, বাকৃবির সকল শিক্ষার্থী ও সংগঠন জুলাইকে ধারন করুক, আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসুক। কারণ আমাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যত।

আয়োজক কমিটির আরেক সদস্য ছাব্বির হোসেন রিজন বলেন, নয়া আজাদীর বুদ্ধিবৃত্তিক আন্দোলনকে আরও বেশি সুসংগঠিত করতে, জ্ঞানকে আহরন করতে বাকৃবির শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমরা জ্ঞান দিয়েই পৃথিবী জয় করতে চাই। সেই প্রেক্ষাপট থেকেই বাউ সলিডারিটি সোসাইটির পথযাত্রা। আমরা ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে বাউ সলিডারিটি সোসাইটি কাজ করে যাবে।