ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের গণিতে প্রথম কুবির অলি উল্লাহ শয়তানের নিশ্বাস প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা গ্রেফতার আওয়ামী লীগ নিয়ে আসলে কী বলেছেন মির্জা ফখরুল অস্ত্রধারীদের দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের গণমাধ্যমে প্রকাশিত ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না: মির্জা ফখরুল দুর্নীতির খবর প্রকাশের পর সহকারী সচিব ও উপসচিবের মাস্তানি হঠাৎ জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান, শুরু রাত সাড়ে ৮টায় অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করলো এনবিআর শিবির-স্বৈরাচারের মিশেল বাণিজ্যে মুক্তি পাচ্ছে বন্দিরা মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজারে রেকর্ড

বাউল শিল্পী সাধন দাস আর নেই

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ৫০২ Time View

প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী সাধন দাস বৈরাগী। এই বাউল শিল্পী নিজেকে উত্তীর্ণ করেছিলেন সাধকের মর্যাদায়।

অনুগামী ও গুনগ্রাহীর দীর্ঘ তালিকা বুঝিয়ে দেয় তার জনপ্রিয়তা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুগামী মহলে।

জানা গেছে, বিশিষ্ট বাউল সঙ্গীতজ্ঞের শরীর বেশ কিছু দিন ধরেই খারাপ ছিল। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।

রোববার সন্ধ্যা ৭টা নাগাদ নিজের আশ্রমেই প্রাণত্যাগ করেন তিনি। শুধু এ বাংলায় নয় সাধন দাস বৈরাগ্যর জনপ্রিয়তা ভারতের সীমা ছাড়িয়ে পৌঁছেছিল বিশ্বের বিভিন্ন দেশে।

জাপানে গিয়ে প্রথমে খ্যাতি পান। তার বাউল তত্বের টানেই মাকি কাজুমি জাপান ছেড়ে চলে আসেন ভারতে। সাধনের কাছে শিষ্যত্ব নেন। শেখেন বাউল গানও। এরপর সাধন বৈরাগ্যের সঙ্গে আশ্রমেই থাকতেন তিনি। এ ভাবে অনেক শিল্পী নানা দেশ থেকে তাঁর শিষ্য হন।

তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিদেশে। দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন সাধনের আশ্রমে। যার মধ্যে আছেন এঁদের মধ্যে আছেন কাজুমি ফুকাজয়া, শোকো নিশিমুড়া, কানাকো শিমিজুরা।

বর্ধমানের হাটগোবিন্দপুরে ছিল তার আশ্রম। পরে আমরুল গ্রামে নিজের আশ্রম গড়ে তোলেন তিনি। সেই আশ্রমে ছুটে আসতেন অনেকেই। জয়দেব কেঁদুলী মেলায় মাইক দাপাদাপি কমিয়ে প্রাকৃতিক সুর ফেরানোর আর্জিও সম্প্রতি করেছিলেন তিনি। বাউলের দেহতত্ব, প্রেমের গানে মন জয় করতেন দর্শকদের। রোববার ‘সদানন্দের হাট’ ছেড়ে গৌরলোকে বিলীন হলেন বাউল সাধক।

Please Share This Post in Your Social Media

বাউল শিল্পী সাধন দাস আর নেই

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ১১:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী সাধন দাস বৈরাগী। এই বাউল শিল্পী নিজেকে উত্তীর্ণ করেছিলেন সাধকের মর্যাদায়।

অনুগামী ও গুনগ্রাহীর দীর্ঘ তালিকা বুঝিয়ে দেয় তার জনপ্রিয়তা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুগামী মহলে।

জানা গেছে, বিশিষ্ট বাউল সঙ্গীতজ্ঞের শরীর বেশ কিছু দিন ধরেই খারাপ ছিল। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।

রোববার সন্ধ্যা ৭টা নাগাদ নিজের আশ্রমেই প্রাণত্যাগ করেন তিনি। শুধু এ বাংলায় নয় সাধন দাস বৈরাগ্যর জনপ্রিয়তা ভারতের সীমা ছাড়িয়ে পৌঁছেছিল বিশ্বের বিভিন্ন দেশে।

জাপানে গিয়ে প্রথমে খ্যাতি পান। তার বাউল তত্বের টানেই মাকি কাজুমি জাপান ছেড়ে চলে আসেন ভারতে। সাধনের কাছে শিষ্যত্ব নেন। শেখেন বাউল গানও। এরপর সাধন বৈরাগ্যের সঙ্গে আশ্রমেই থাকতেন তিনি। এ ভাবে অনেক শিল্পী নানা দেশ থেকে তাঁর শিষ্য হন।

তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিদেশে। দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন সাধনের আশ্রমে। যার মধ্যে আছেন এঁদের মধ্যে আছেন কাজুমি ফুকাজয়া, শোকো নিশিমুড়া, কানাকো শিমিজুরা।

বর্ধমানের হাটগোবিন্দপুরে ছিল তার আশ্রম। পরে আমরুল গ্রামে নিজের আশ্রম গড়ে তোলেন তিনি। সেই আশ্রমে ছুটে আসতেন অনেকেই। জয়দেব কেঁদুলী মেলায় মাইক দাপাদাপি কমিয়ে প্রাকৃতিক সুর ফেরানোর আর্জিও সম্প্রতি করেছিলেন তিনি। বাউলের দেহতত্ব, প্রেমের গানে মন জয় করতেন দর্শকদের। রোববার ‘সদানন্দের হাট’ ছেড়ে গৌরলোকে বিলীন হলেন বাউল সাধক।