বাইডেনের আটকে দেয়া বোমা ইসরায়েলকে দিচ্ছেন ট্রাম্প

- Update Time : ০৮:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৮৪ Time View
ক্ষমতার শেষ পর্যায়ে এসে ইসরায়েলে সামরিক সহায়তা সীমিত করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এবার মসনদে বসেই সেই অবস্থান থেকে সরে এলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আটকে দেয়া ২ হাজার পাউন্ড বোমা ইসরায়েলকে দিতে ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে মার্কিন্ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ইতোমধ্যেই বোমাগুলো ছেড়ে দিতে নির্দেশ দিয়েছি। তারা (ইসরায়েল) মূল্য পরিশোধ করেছে এবং বহুদিন ধরেই অপেক্ষা করছে। খুব শিগগিরই বোমাগুলো তারা পাবে।
বোমাগুলো গাজার রাফাহতে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ব্যবহৃত হতে পারে- এমন শঙ্কায় চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলকে বিলিয়ন-বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আটকে দেয়া অস্ত্রের চালান কেন দেয়া হচ্ছে এমন প্রশ্নের মুখে ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে বলেন, কারণ তারা তা কিনেছে।