ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআই অভিযানে নিহত

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / ১৯৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উটাহ অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ওই ব্যক্তি নিহত হন।

ট্রাম্প সমর্থক হিসাবে পরিচিত ক্রেইগ রবার্টসন (৭০) এদিনই এক ফেসবুক পোস্টে বন্দুকের ছবি শেয়ার করে জো বাইডেন ও ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন।

ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হাশ মানি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্র্যাগ। এ ছাড়া মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসকেও হুমকি দেওয়া হয়েছে।

রবার্টসন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি শুনেছি, বাইডেন উটাহে আসছেন। তাই আমি আমার গিলি স্যুট (ঘাস-লতাপাতার সমন্বয়ে তৈরি এক ধরনের ছদ্মবেশ ধারণের পোশাক) এবং এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’ রবার্টসন এর আগেও আরও ডজনখানেক হুমকিমূলক পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে। ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর ক্রেইগ রবার্টসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

মামলায় বলা হয়, এর আগে চলতি বছরের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আলভিন ব্র্যাগের বিরুদ্ধে হুমকি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন রবার্টসন। সে সময় ট্রুথ সোশ্যাল এফবিআইকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাকে গ্রেফতার করতে গিয়েছিল।

এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই অভিযান চালায় এফবিআই।

Please Share This Post in Your Social Media

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআই অভিযানে নিহত

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উটাহ অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ওই ব্যক্তি নিহত হন।

ট্রাম্প সমর্থক হিসাবে পরিচিত ক্রেইগ রবার্টসন (৭০) এদিনই এক ফেসবুক পোস্টে বন্দুকের ছবি শেয়ার করে জো বাইডেন ও ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন।

ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হাশ মানি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্র্যাগ। এ ছাড়া মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসকেও হুমকি দেওয়া হয়েছে।

রবার্টসন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি শুনেছি, বাইডেন উটাহে আসছেন। তাই আমি আমার গিলি স্যুট (ঘাস-লতাপাতার সমন্বয়ে তৈরি এক ধরনের ছদ্মবেশ ধারণের পোশাক) এবং এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’ রবার্টসন এর আগেও আরও ডজনখানেক হুমকিমূলক পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে। ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর ক্রেইগ রবার্টসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

মামলায় বলা হয়, এর আগে চলতি বছরের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আলভিন ব্র্যাগের বিরুদ্ধে হুমকি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন রবার্টসন। সে সময় ট্রুথ সোশ্যাল এফবিআইকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাকে গ্রেফতার করতে গিয়েছিল।

এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই অভিযান চালায় এফবিআই।