ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব চেঞ্জ করছে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ১০১ Time View

বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব খান চেঞ্জ করছে বলে মন্তব্য করেছেন শাকিবের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস। শুক্রবার (১৫ নভেম্বরে) বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে শীর্ষ এই নায়কের নতুন সিনেমা ‘দরদ’। যেটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ইতোমধ্যে বেশিরভাগ দর্শকেরই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। আর এমন মুক্তিতে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গণমাধ্যমকে তিনি বলেন, ঈদের অনেক দিন পর রিলিজ হলো শাকিবের সিনেমা। ‘দরদ’ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর বরাবরই শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, শাকিবের হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। যেটা অপ্রিয় হলেও সত্য কথা। সেই জায়গা থেকে ‘দরদ’ এবং পুরো টিমের জন্য শুভকামনা রইলো।

মুক্তির পর বেশ সাড়া ফেলেছে ‘দরদ’। লন্ডন, মালদ্বীপ এবং ইউএসের যে সব হলে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানান সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। তবে একযোগে এতো দেশে মুক্তি পেলেও প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পায়নি দরদ। দুই সপ্তাহ পর ভারতীয় দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পারবে সিনেমাটি। দুই সপ্তাহ পর ভারতে মুক্তি দেয়ার প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান।

‘দরদ’ প্যান ইন্ডিয়ান সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব চেঞ্জ করছে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
Update Time : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব খান চেঞ্জ করছে বলে মন্তব্য করেছেন শাকিবের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস। শুক্রবার (১৫ নভেম্বরে) বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে শীর্ষ এই নায়কের নতুন সিনেমা ‘দরদ’। যেটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ইতোমধ্যে বেশিরভাগ দর্শকেরই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। আর এমন মুক্তিতে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গণমাধ্যমকে তিনি বলেন, ঈদের অনেক দিন পর রিলিজ হলো শাকিবের সিনেমা। ‘দরদ’ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর বরাবরই শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, শাকিবের হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। যেটা অপ্রিয় হলেও সত্য কথা। সেই জায়গা থেকে ‘দরদ’ এবং পুরো টিমের জন্য শুভকামনা রইলো।

মুক্তির পর বেশ সাড়া ফেলেছে ‘দরদ’। লন্ডন, মালদ্বীপ এবং ইউএসের যে সব হলে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানান সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। তবে একযোগে এতো দেশে মুক্তি পেলেও প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পায়নি দরদ। দুই সপ্তাহ পর ভারতীয় দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পারবে সিনেমাটি। দুই সপ্তাহ পর ভারতে মুক্তি দেয়ার প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান।

‘দরদ’ প্যান ইন্ডিয়ান সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

নওরোজ/এসএইচ