ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১

বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : কিউই কোচ

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৫:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৮৪ Time View

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির শেষ ধাপ হিসেবে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে কিউইদের জন্য এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বাংলাদেশের জন্যও সমান গুরুত্বপূর্ণ এই সিরিজ। যদিও রীতিমতো দ্বিতীয় সারির এক দল নিয়ে ঢাকায় আসছে ব্ল্যাকক্যাপসরা।

এর আগে নিশ্চিত করা হয়েছিল, মূল কোচিং প্যানেল পাঠাবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার দল গঠনেও কিছুটা যেন ছাড়ই দিল দেশটির বোর্ড। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে নেতৃত্বে দেবেন পেসার লকি ফার্গুসন।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘লকি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। এটা তার জন্য সুযোগ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। সে ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ভালো অধিনায়কত্ব করেছে।’

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিট রাখতেই মূলত বাংলাদেশ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে। স্টিড জানান, ‘আমাদের এপ্রিলের পাকিস্তান সফর পর্যন্ত যার মধ্যে বিশ্বকাপ ও নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। তাই খেলোয়াড়দের সতেজ ও সঠিক সময়ের জন্য প্রস্তুত রাখছি।’

গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিলেও এই সফরকেই বিশ্বকাপের মঞ্চ হিসেবে দেখছেন স্টিড, ‘ক্রিকেটারদের ওয়ার্কলোড ব্যালান্স করতে এবং দলে নতুন ক্রিকেটারকে খেলতে দেখা দারুণ, সেটাও বাংলাদেশের মতো পরিবেশে। বরাবরের মতো বাংলাদেশ চ্যালেঞ্জিং সফর হবে এবং কঠিন কন্ডিশনে দ্রুত মানিয়ে নেয়া গুরুত্বপূর্ণ হবে সামনের মাসগুলোর জন্য।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : কিউই কোচ

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৫:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির শেষ ধাপ হিসেবে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে কিউইদের জন্য এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বাংলাদেশের জন্যও সমান গুরুত্বপূর্ণ এই সিরিজ। যদিও রীতিমতো দ্বিতীয় সারির এক দল নিয়ে ঢাকায় আসছে ব্ল্যাকক্যাপসরা।

এর আগে নিশ্চিত করা হয়েছিল, মূল কোচিং প্যানেল পাঠাবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার দল গঠনেও কিছুটা যেন ছাড়ই দিল দেশটির বোর্ড। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে নেতৃত্বে দেবেন পেসার লকি ফার্গুসন।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘লকি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। এটা তার জন্য সুযোগ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। সে ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ভালো অধিনায়কত্ব করেছে।’

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিট রাখতেই মূলত বাংলাদেশ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে। স্টিড জানান, ‘আমাদের এপ্রিলের পাকিস্তান সফর পর্যন্ত যার মধ্যে বিশ্বকাপ ও নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। তাই খেলোয়াড়দের সতেজ ও সঠিক সময়ের জন্য প্রস্তুত রাখছি।’

গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিলেও এই সফরকেই বিশ্বকাপের মঞ্চ হিসেবে দেখছেন স্টিড, ‘ক্রিকেটারদের ওয়ার্কলোড ব্যালান্স করতে এবং দলে নতুন ক্রিকেটারকে খেলতে দেখা দারুণ, সেটাও বাংলাদেশের মতো পরিবেশে। বরাবরের মতো বাংলাদেশ চ্যালেঞ্জিং সফর হবে এবং কঠিন কন্ডিশনে দ্রুত মানিয়ে নেয়া গুরুত্বপূর্ণ হবে সামনের মাসগুলোর জন্য।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।