বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্টান ও বার্তার মানোন্নয়ন বিষয়ক সেমিনার ও কর্মশালা সম্পন্ন

- Update Time : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৬৬ Time View
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল “বেতার সবার জন্য, সবসময়, সর্বত্র”- এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সেমিনারে বেতারের কর্মসূচি ও সংবাদ পরিবেশনের মান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সকালে মিরের ময়দানস্থ বেতার ভবন সভা কক্ষে সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) শাহনাজ বেগম।
এ সময় তিনি বলেন,“বেতার এখন শুধুমাত্র ঐতিহ্যের প্রতীক নয়,এটি জনগণের আস্থার প্ল্যাটফর্ম। অনুষ্ঠান নির্মাণে গুণগত মান রক্ষা ও সময়োপযোগী বিষয় নির্বাচনে সবাইকে আরও সচেতন হতে হবে।” প্রধান অতিথি বেতারের নিউ মিডিয়ার প্রতি গুরুত্ব প্রদানসহ আরও গুরুত্বপূর্ণ পরামর্শ ও উপদেশ প্রদান করেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মনিটরিং পরিদপ্তর পরিচালক তানিয়া নাজনীন,উপ-পরিচালক মাহফুজুল হক। এসময় বেতার সিলেট কেন্দ্রের তিন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে,বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক বার্তা সংস্থায় নিয়োজিত কর্মকতাসহ সংবাদ কাজে নিয়োজিতদের নিয়ে সংবাদের মানোন্নয়ন ও প্রতিবেদন প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সিলেট বেতার ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বেতার পরিচালক (মানোন্নয়ন) তানিয়া নাজনীন। এ কর্মশালায সংবাদ অনুবাদক, সংবাদদাতা ও নিউ মিডিয়া কর্মীরা অংশনেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়