বাংলাদেশ থেকে ১০ জন খেলোয়াড় চায় ভারত

- Update Time : ০৩:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ২২২ Time View
ভারতের অত্যন্ত জনপ্রিয় খেলা প্রো-কাবাডি। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই লিগের ১২ তম আসরের জন্য সামনে অনুষ্ঠিত হবে নিলাম। সেই নিলামে বাংলাদেশের ১০ জন খেলোয়াড়ের নাম দিতে বলেছে ভারত।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় ভারত থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এই সংক্রান্ত চিঠি পেয়েছে।
যা নিশ্চিত করেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।
ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক উত্তপ্ত। এই সময়ে বাংলাদেশের খেলোয়াড়দের ভারতে পাঠানো হবে কি না এ নিয়ে খানিকটা সংশয়ে রয়েছে ফেডারেশন।
এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক দিক আমাদের কাছে ১০ জন খেলোয়াড়ের নাম চেয়েছে নিলামের জন্য। আমরা পরিস্থিতি বিবেচনা করব। ফেডারেশন সভাপতি, খেলোয়াড় ও তাদের সংস্থার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।’
চিঠিতে আগামী ২০ মে’র মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে খেলোয়াড় তালিকা পাঠাতে বলা হয়েছে। নিলামে দল পাওয়া খেলোয়াড়দের ১২ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করতে হবে।
কোচদের সঙ্গে আলোচনা করেই ফেডারেশন নাম পাঠাবে বলে জানিয়েছেন সোহাগ, ‘আমাদের ক্যাচার, ডিফেন্ডাররা বেশি সমাদৃত রেইডারদের তুলনায়। ট্যাকনিক্যাল প্যানেলের পরামর্শেই খেলোয়াড়দের নামগুলো আমরা দেখব।’
প্রো-কাবাডি লিগে গত আসরে বাংলাদেশের তারকা খেলোয়াড় মিজানুর রহমান খেলেছিলেন। এবার কয়জন খেলতে পারেন সেটাই দেখার বিষয়। সম্প্রতি নেপালে ফ্রাঞ্চাইজি কাবাডিতে বাংলাদেশের ৬ খেলোয়াড় অংশ নিয়েছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়