বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার ২২ সমর্থক অস্ত্রসহ গ্রেপ্তার
- Update Time : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৩৭ Time View
কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার ২২ সমর্থককে আটক করেছে যৌথবাহিনী।
এলাকায় মহড়া দেয়ার সময় শনিবার (২২ নভেম্বর) রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ এহসানুল হুদার সমর্থক গোলাম সারোয়ার ভুবনসহ ২২ জনকে আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ০৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বাজিতপুর থানার ওসি মোঃ মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিলো। শনিবার সন্ধ্যায়
নির্বাচনী প্রচারণা চালানোর সময় সৈয়দ এহসানুল হুদার কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা।
এ ঘটনার জের ধরে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় সৈয়দ আহসানুল হুদার লোকজন। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ,গুলি ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে।
আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































