বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই : ড. ইউনূস
- Update Time : ০২:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৭ Time View
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। অনলাইন সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।
অভিযোগ খণ্ডন করে অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো। তিনি দাবি করেন, বাংলাদেশের ভেতরের বাস্তবতা অনেক ভিন্ন এবং সহিংসতা ছড়ানোর অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত।
২০২৪ সালে গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আসেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি স্মরণ করেন, মানুষ যখন আমাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমি বিস্মিত হয়েছিলাম। আমি চাইনি এই দায়িত্ব নিতে। কিন্তু আন্দোলনকারীদের বলেছিলাম—আপনারা যদি দেশ ও গণতন্ত্রের জন্য এত কিছু ত্যাগ করতে পারেন, তাহলে আমিও আমার সিদ্ধান্ত বদলাব।
সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও নানা বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে অন্যতম হলো জাতীয় নির্বাচন আয়োজনে দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রসঙ্গসহ বিভিন্ন আলোচিত বিষয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































