ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে মাস্কের বৈঠক

জাতীয়
  • Update Time : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৭ Time View

বাংলাদেশে স্টারলিংক পরিষেবা চালুর বিষয়ে আলোচনার জন্য স্পেসএক্স, টেসলা ও এক্স-এর মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাব্য অগ্রগতির বিষয়ে আলোচনা করেন তারা।

কীভাবে উচ্চগতির এবং সাশ্রয়ী ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণসহ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি এটি কীভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে সে বিষয়ে আলোচনা করেন ড. ইউনূস ও ইলন মাস্ক।

ড. ইউনূস বলেন, স্টারলিংক সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে একীভূত হলে লাখো মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির সাথে আরও গভীরভাবে যুক্ত করবে।

তিনি উল্লেখ করেন যে স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামীণ নারীদের ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে। এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী উদ্যোক্তা হয়ে উঠতে পারবে এবং নারী ও শিশুদের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

তিনি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তিনির্ভর সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে ইলন মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংক যুক্ত করা হলে এটি লাখ লাখ মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।’

প্রযুক্তিনির্ভর সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে ড. ইউনূস ইলন মাস্কের সঙ্গে কাজ করতে তার আগ্রহের কথা জানান।

তিনি বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের পথচলারই একটি সম্প্রসারণ, যা গ্রামীণ নারী ও তরুণদের বিশ্ব সংযোগের সুযোগ করে দিয়েছে। তারা হবেন ‘গ্লোবাল নারী ও শিশু এবং গ্লোবাল উদ্যোক্তা।

জবাবে ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন এবং বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে এর প্রভাব স্বীকার করেন। তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের কাজ সম্পর্কে অবগত বলেও উল্লেখ করেন।

মাস্ক বলেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

মাস্ক বলেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের কার্যক্রমের সঙ্গে পরিচিত। তার বিশ্বাস, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে।

পরে অধ্যাপক ইউনূস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য উদ্বোধন এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরতে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় ইলন মাস্ক তার আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, আমি এর জন্য অপেক্ষা করছি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, বাংলাদেশের পক্ষ থেকে এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, এবং স্পেসএক্স-এর পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

আরও পড়ুনঃ এ বছরই বাংলাদেশে আসতে পারে স্টারলিংক ইন্টারনেট

Please Share This Post in Your Social Media

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে মাস্কের বৈঠক

জাতীয়
Update Time : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশে স্টারলিংক পরিষেবা চালুর বিষয়ে আলোচনার জন্য স্পেসএক্স, টেসলা ও এক্স-এর মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাব্য অগ্রগতির বিষয়ে আলোচনা করেন তারা।

কীভাবে উচ্চগতির এবং সাশ্রয়ী ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণসহ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি এটি কীভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে সে বিষয়ে আলোচনা করেন ড. ইউনূস ও ইলন মাস্ক।

ড. ইউনূস বলেন, স্টারলিংক সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে একীভূত হলে লাখো মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির সাথে আরও গভীরভাবে যুক্ত করবে।

তিনি উল্লেখ করেন যে স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামীণ নারীদের ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে। এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী উদ্যোক্তা হয়ে উঠতে পারবে এবং নারী ও শিশুদের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

তিনি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তিনির্ভর সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে ইলন মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংক যুক্ত করা হলে এটি লাখ লাখ মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।’

প্রযুক্তিনির্ভর সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে ড. ইউনূস ইলন মাস্কের সঙ্গে কাজ করতে তার আগ্রহের কথা জানান।

তিনি বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের পথচলারই একটি সম্প্রসারণ, যা গ্রামীণ নারী ও তরুণদের বিশ্ব সংযোগের সুযোগ করে দিয়েছে। তারা হবেন ‘গ্লোবাল নারী ও শিশু এবং গ্লোবাল উদ্যোক্তা।

জবাবে ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন এবং বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে এর প্রভাব স্বীকার করেন। তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের কাজ সম্পর্কে অবগত বলেও উল্লেখ করেন।

মাস্ক বলেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

মাস্ক বলেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের কার্যক্রমের সঙ্গে পরিচিত। তার বিশ্বাস, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে।

পরে অধ্যাপক ইউনূস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য উদ্বোধন এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরতে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় ইলন মাস্ক তার আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, আমি এর জন্য অপেক্ষা করছি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, বাংলাদেশের পক্ষ থেকে এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, এবং স্পেসএক্স-এর পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

আরও পড়ুনঃ এ বছরই বাংলাদেশে আসতে পারে স্টারলিংক ইন্টারনেট