বাংলাদেশে উন্নত চিকিৎসা দিতে এগিয়ে আসছে আসাম

- Update Time : ১০:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ২২৭ Time View
বাংলাদেশের মানুষকে অধিকতর উন্নত সেবা দিতে স্বল্প খরচে এবার আসাম থেকে ঢাকায় আসছে একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল। ব্যতিক্রমধর্মী মাসড়ো বাংলাদেশের সহকারী হাই কমিশনার গৌহাটি এবং ফেন্ডস অফ বাংলাদেশ এ সেমিনারের উদ্যোক্তা।
আগামী ২১ এপ্রিল রাজধানী ঢাকা ক্লাবে এ সেমিনার শুরু হবে। এ খবর নির্ভরযোগ্য সূত্রের।
এ সেমিনারে মূল লক্ষ্য হচ্ছে পূর্ব ভারতের চিকিৎসা শিল্পের সাথে বাংলাদেশের মানুষকে পরিচিত করা। যাতে করে বাংলাদেশের মানুষ পর্যটন নগরী আসামে যাতায়াতের ক্ষেত্রে সেখানকার চিকিৎসা সেবা সম্বেন্ধে ওয়াকিবহাল হয়। আসামের সাথে বাংলাদেশের মানুষের ভাষার মিল রয়েছে যথেষ্ট। বাংলাদেশে রোগীরা আসামে স্বাচ্ছন্দে চিকিৎসা নিতে পারবে। খাওয়া দাওয়াও করতে পারবে স্বল্পখরচে।
বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণের জন্য এ দ্বার উন্মোচন করতে যাচ্ছে মাসডোর সভাপতি ড: সৌমেন ভারতীয়া। সৌমেন ভারতীয়ার হৃদয় জুড়ে এখন বাংলাদেশ বাংলাদেশের মানুষ। এ ছাড়া দুই দেশের সেবার মান যাতে উন্নত থেকে উন্নত হয়। এদিকে লক্ষ্য রেখেই সেমিনারের চলবে মত বিনিময়। যা দুইদেশের মানুষের চিকিৎসা ক্ষেত্রে বড় অবদান রাখবে।।
কনক্লেভে চিকিৎসা বিজ্ঞান, হসপিটালিটি এবং মিডিয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা বক্তৃতা দেবেন এ সেমিনারে। থাকবে প্যানেল ডিসকাশন। একটি অধিবেশনে আগামী দিনে যারা মেডিকেল চ্যুরিজমের সাথে যুক্ত হতে চান তাদের অনুপ্রাণিত করতে, পুরস্কার ও স্বীকৃতও দেয়া হবে। এ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।
ব্যক্ত্রিম মাসডো হল ‘ব্যতিক্রম মাস অ্যাওয়ারনেস ও সোশ্যাল ডেভেপলপমেন্ট অরগানাইজেশন (বিএমএএসডিও), যা ব্যতিক্রম গ্রæপের একটি এনজিও। ১৮ বছর ধরে এই সংস্থা ভারতের সমগ্র উত্তর পূর্ব অংশে সফরতার সাথে কাজ করে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী পাচ্ছে প্রকৃত স্বাস্থ্য সেবা।
গৌহাটির বাংলাদেশের সহকারী হাই কমিশনার মিঃ রুহুল আমিন বলেন,“ এমন কনক্লেভ প্রথমবারের মতো হতে চলছে।” এতে উপকৃত হবে বাংলাদেশের মানুষ।