বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
- Update Time : ০৩:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ১৬৮ Time View
যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে। ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে সাম্প্রতিক বৈঠকের সময় আলোচনা করা মূল বিষয়গুলোর অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অর্ন্তবর্তী সরকার এ পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেছেন।
তিনি আরও বলেন, যে ছয়টি সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করবে।
নওরোজ/এসএইচ
































































































































































































