ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা আহাদ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১৩৩ Time View

জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর শিগগিরই বাংলাদেশে আসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে তিনি এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও বার্তায় বাংলাদেশের ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এই তারকা।

ভিডিওতে আহাদ রাজা মীর বলেন ‘হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তার এই সংক্ষিপ্ত বার্তাই দুই দেশের অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। জানা গেছে, একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় অভিনেতা। তবে তিনি কবে বাংলাদেশে আসবেন, সেই তারিখটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে ‘ইয়েকিন কা সফর’ ও ‘এহদ-এ-ওয়াফা’ নাটকে তার সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেন এই অভিনেতা। বর্তমানে আহাদ অভিনীত মীম সে মোহাব্বত নামে একটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে।

আহাদ রাজা মীরের ঢাকা সফরের খবর প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা প্রিয় তারকাকে ঘিরে উচ্ছ্বাস ও কৌতূহল প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা আহাদ

বিনোদন ডেস্ক
Update Time : ১১:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর শিগগিরই বাংলাদেশে আসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে তিনি এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও বার্তায় বাংলাদেশের ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এই তারকা।

ভিডিওতে আহাদ রাজা মীর বলেন ‘হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তার এই সংক্ষিপ্ত বার্তাই দুই দেশের অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। জানা গেছে, একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় অভিনেতা। তবে তিনি কবে বাংলাদেশে আসবেন, সেই তারিখটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে ‘ইয়েকিন কা সফর’ ও ‘এহদ-এ-ওয়াফা’ নাটকে তার সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেন এই অভিনেতা। বর্তমানে আহাদ অভিনীত মীম সে মোহাব্বত নামে একটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে।

আহাদ রাজা মীরের ঢাকা সফরের খবর প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা প্রিয় তারকাকে ঘিরে উচ্ছ্বাস ও কৌতূহল প্রকাশ করছেন।