বাংলাদেশে আশ্রয় নিলো আরও ৪৬ বিজিপি সদস্য

- Update Time : ০৯:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১১৫ Time View
মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের নতুন করে তুমুল সংঘর্ষ চলছে। এতে জীবন বাঁচাতে দেশটির আরও ৪৬ জন বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। মঙ্গলবার রাতে তারা প্রবেশ করেন।
এ নিয়ে বর্তমানে বাংলাদেশে ২৬০ জন বিজিপি সদস্য অবস্থান করছেন।
বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি বলছে, পার্শ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। গতরাতেও (মঙ্গলবার) ৪৬ জন প্রবেশ করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। বর্তমানে ২৬০ জন বিজিপি সদস্য বাংলাদশের আশ্রয়ে আছেন।
এর আগে চলতি বছরের শুরুতে ৩৩০ জন বিজিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদেরকে বিজিবি আশ্রয় দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি দেশটি কক্সবাজার নৌ-সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত নেয়। এরপর নতুন করে আরও ২৬০ জন বিজিপি সদস্য দেশে প্রবেশ করল।