ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প

বাংলাদেশেই কম খরচে ভারতের চিকিৎসাসেবা দেবে ডিসান

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ২১১ Time View

ছবি সংগৃহীত

বাংলাদেশে হাসপাতাল করতে চায় ভারতীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘ডিসান’। এ বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছে সরকার। সহযোগিতার আশ্বাসও পেয়েছে তারা। হাসপাতাল নির্মাণে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত।

তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের মধ্যে যেকোনো এক জায়গায় হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী ৫ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করতে পারব। প্রস্তাবিত হাসপাতালে ক্যান্সার, হৃদরোগ, নিউরো, গ্যাস্ট্রোলিভার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

সজল দত্ত বলেন, ‘গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

এই হাসপাতালে কোন দেশের চিকিৎসক সেবা দেবে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশর চিকিৎসকরা। তবে মাঝে মাঝে ভারতের চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিবেন। আমরা নার্স ও টেকনিশিয়ান ভারত থেকে নিয়ে আসব।’

তিনি বলেন, ‘ভারত সরকার বাংলাদেশিদের জন্য দৈনিক সবমিলিয়ে ৯ হাজার ভিসা দেয়, যা বিশ্বের আর কোনো দেশ এভাবে দেয় না। আমরাও রোগীর ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি। বিশেষ করে রোগীদের যেসব দরকারি ডকুমেন্টস প্রয়োজন হয়, সেগুলো আমরা ২৪ ঘণ্টার মধ্যেই দিয়ে দেই। কিন্তু অন্যরা এগুলো দিতে ৮-১০ দিন সময় নেয়।’

সজল দত্ত বলেন, ‘প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে যান। মাঝে কোভিডের সময় কমে গিয়েছিল, কিন্তু এখন আবার প্রচুর যাচ্ছে। ভারতের সবচেয়ে বেশি রোগী আসে ৪টি ডিপার্টমেন্টে। প্রথমত কার্ডিয়াক- এ ডিপার্টমেন্টে বিশেষ করে হার্টে বাইপাস, স্ট্যান্টের রোগী বেশি আসে। এছাড়া ক্যান্সার, নিউরো চিকিৎসা এবং গ্যাসট্রোলিভারের রোগীরাও চিকিৎসা নিতে ভারতে আসেন।’

ডিসানের হাসপাতালে চিকিৎসার খরচ কেমন হবে জানতে চাইলে সজল দত্ত বলেন, ‘হাসপাতালে যখন সেবা চালু হবে তখন এ বিষয়ে বলতে পারব। আমরা সুচিকিৎসা, ন্যায্য খরচ ও রোগীর ভোগান্তি কমাতে চাই। আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিশ্বমানের সেবা দিতে চাই।’

উল্লেখ্য, বাংলাদেশে এক হাজার কোটি টাকা ব্যয়ে চিকিৎসাকেন্দ্র নির্মাণ করবে ভারতের স্বনামধন্য ডিসান হাসপাতাল। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মাটিতে বিশ্বমানের এ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে জমি দেখছে ডিসান কর্তৃপক্ষ।

এ চারটি শহরের মধ্যে একটি জায়গায় হাসপাতাল নির্মাণ করবে তারা। তাদের হাসপাতালে দেশে বসেই কম খরচে বিশ্বমানের সেবা পাবেন বাংলাদেশের রোগীরা। হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে রোগীদের কম খরচের দিকে বিশেষ নজর রাখছে প্রতিষ্ঠানটি। কলকাতায় ডিসান হাসপাতালে বসানো হয়েছে হেলিপ্যাড। বাংলাদেশ থেকে জরুরি প্রয়োজনে হেলিকপ্টারযোগে সরাসরি সেখানেও রোগী নেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশেই কম খরচে ভারতের চিকিৎসাসেবা দেবে ডিসান

স্টাফ রিপোর্টার
Update Time : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

বাংলাদেশে হাসপাতাল করতে চায় ভারতীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘ডিসান’। এ বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছে সরকার। সহযোগিতার আশ্বাসও পেয়েছে তারা। হাসপাতাল নির্মাণে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসান হাসপাতালের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত।

তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের মধ্যে যেকোনো এক জায়গায় হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী ৫ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করতে পারব। প্রস্তাবিত হাসপাতালে ক্যান্সার, হৃদরোগ, নিউরো, গ্যাস্ট্রোলিভার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

সজল দত্ত বলেন, ‘গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

এই হাসপাতালে কোন দেশের চিকিৎসক সেবা দেবে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশর চিকিৎসকরা। তবে মাঝে মাঝে ভারতের চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিবেন। আমরা নার্স ও টেকনিশিয়ান ভারত থেকে নিয়ে আসব।’

তিনি বলেন, ‘ভারত সরকার বাংলাদেশিদের জন্য দৈনিক সবমিলিয়ে ৯ হাজার ভিসা দেয়, যা বিশ্বের আর কোনো দেশ এভাবে দেয় না। আমরাও রোগীর ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি। বিশেষ করে রোগীদের যেসব দরকারি ডকুমেন্টস প্রয়োজন হয়, সেগুলো আমরা ২৪ ঘণ্টার মধ্যেই দিয়ে দেই। কিন্তু অন্যরা এগুলো দিতে ৮-১০ দিন সময় নেয়।’

সজল দত্ত বলেন, ‘প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে যান। মাঝে কোভিডের সময় কমে গিয়েছিল, কিন্তু এখন আবার প্রচুর যাচ্ছে। ভারতের সবচেয়ে বেশি রোগী আসে ৪টি ডিপার্টমেন্টে। প্রথমত কার্ডিয়াক- এ ডিপার্টমেন্টে বিশেষ করে হার্টে বাইপাস, স্ট্যান্টের রোগী বেশি আসে। এছাড়া ক্যান্সার, নিউরো চিকিৎসা এবং গ্যাসট্রোলিভারের রোগীরাও চিকিৎসা নিতে ভারতে আসেন।’

ডিসানের হাসপাতালে চিকিৎসার খরচ কেমন হবে জানতে চাইলে সজল দত্ত বলেন, ‘হাসপাতালে যখন সেবা চালু হবে তখন এ বিষয়ে বলতে পারব। আমরা সুচিকিৎসা, ন্যায্য খরচ ও রোগীর ভোগান্তি কমাতে চাই। আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিশ্বমানের সেবা দিতে চাই।’

উল্লেখ্য, বাংলাদেশে এক হাজার কোটি টাকা ব্যয়ে চিকিৎসাকেন্দ্র নির্মাণ করবে ভারতের স্বনামধন্য ডিসান হাসপাতাল। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মাটিতে বিশ্বমানের এ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে জমি দেখছে ডিসান কর্তৃপক্ষ।

এ চারটি শহরের মধ্যে একটি জায়গায় হাসপাতাল নির্মাণ করবে তারা। তাদের হাসপাতালে দেশে বসেই কম খরচে বিশ্বমানের সেবা পাবেন বাংলাদেশের রোগীরা। হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে রোগীদের কম খরচের দিকে বিশেষ নজর রাখছে প্রতিষ্ঠানটি। কলকাতায় ডিসান হাসপাতালে বসানো হয়েছে হেলিপ্যাড। বাংলাদেশ থেকে জরুরি প্রয়োজনে হেলিকপ্টারযোগে সরাসরি সেখানেও রোগী নেওয়া যাবে।