ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১০:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২৭ Time View

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত শোকসভায় মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপির প্রতি যতই সমালোচনা হোক, সেটাই স্বাভাবিক। তবুও দল সাহসিকতার সঙ্গে বলতে পারে— জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি ও বাকস্বাধীনতার পথ খোলা হয়েছিল। সেই পতাকা বেগম খালেদা জিয়ার হাতে এসে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছে।”

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত শোকসভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম জিয়ার সঙ্গে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুমের শিকার হয়েছেন। একসময় ৬০ লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। শুধু বেগম জিয়ার বিরুদ্ধে ৪৭টি মামলা হয়েছিল, যেগুলোর কোনোই যৌক্তিকতা ছিল না।”

তিনি আরো জানান, “বেগম জিয়াকে যে কক্ষে রাখা হয়েছিল, সেখানে দেয়ালের পলেস্তারা উঠে যেত, ইঁদুর দৌড়াত। তার ৫ বছরের সাজা বাড়িয়ে উচ্চ আদালতে ১০ বছর করা হয়েছিল। মিথ্যা মামলায় কারাবন্দি থাকার পরও তিনি হেঁটে গেছেন, কিন্তু দু’বছর পর জামিনে মুক্তি পাওয়ার সময় হুইলচেয়ারে আসতে হয়েছে।”

মহাসচিব বলেন, “বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী ছিলেন। তার জানাজা সুসংগঠিত হয়নি, তবু লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছিলেন। বিশ্ব বেগম জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার দৃশ্য দেখেছে। তিনি সংকীর্ণতায় কখনো ভুগতেন না।”

তিনি স্মরণ করিয়ে দেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হাসপাতালে অসুস্থ অবস্থায় তার বক্তব্য নিতে গিয়েছিলাম। এত নির্যাতনের পরও বেগম জিয়া বার্তা দিয়েছিলেন— প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন ঐক্যের মাধ্যমে দেশকে গড়ে তুলি।”

মির্জা ফখরুল আরও বলেন, “বেগম জিয়া আর ফিরে আসবেন না, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তার চলে যাওয়া আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করবে। শোককে শক্তিতে পরিণত করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই— ব্যবসায়ী, সাধারণ মানুষসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি

Please Share This Post in Your Social Media

বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক
Update Time : ১০:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপির প্রতি যতই সমালোচনা হোক, সেটাই স্বাভাবিক। তবুও দল সাহসিকতার সঙ্গে বলতে পারে— জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি ও বাকস্বাধীনতার পথ খোলা হয়েছিল। সেই পতাকা বেগম খালেদা জিয়ার হাতে এসে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছে।”

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত শোকসভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম জিয়ার সঙ্গে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুমের শিকার হয়েছেন। একসময় ৬০ লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। শুধু বেগম জিয়ার বিরুদ্ধে ৪৭টি মামলা হয়েছিল, যেগুলোর কোনোই যৌক্তিকতা ছিল না।”

তিনি আরো জানান, “বেগম জিয়াকে যে কক্ষে রাখা হয়েছিল, সেখানে দেয়ালের পলেস্তারা উঠে যেত, ইঁদুর দৌড়াত। তার ৫ বছরের সাজা বাড়িয়ে উচ্চ আদালতে ১০ বছর করা হয়েছিল। মিথ্যা মামলায় কারাবন্দি থাকার পরও তিনি হেঁটে গেছেন, কিন্তু দু’বছর পর জামিনে মুক্তি পাওয়ার সময় হুইলচেয়ারে আসতে হয়েছে।”

মহাসচিব বলেন, “বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী ছিলেন। তার জানাজা সুসংগঠিত হয়নি, তবু লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছিলেন। বিশ্ব বেগম জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার দৃশ্য দেখেছে। তিনি সংকীর্ণতায় কখনো ভুগতেন না।”

তিনি স্মরণ করিয়ে দেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হাসপাতালে অসুস্থ অবস্থায় তার বক্তব্য নিতে গিয়েছিলাম। এত নির্যাতনের পরও বেগম জিয়া বার্তা দিয়েছিলেন— প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন ঐক্যের মাধ্যমে দেশকে গড়ে তুলি।”

মির্জা ফখরুল আরও বলেন, “বেগম জিয়া আর ফিরে আসবেন না, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তার চলে যাওয়া আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করবে। শোককে শক্তিতে পরিণত করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই— ব্যবসায়ী, সাধারণ মানুষসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি