ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

বস্তিবাসীর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হবে : আরাফাত

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৭:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১৪০ Time View

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন,‌ আমার নির্বাচনী এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সঙ্গে পরামর্শ করে সে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। একটি একটি করে সমস্যাগুলো সমাধান করব। বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষদের যে সমস্যাগুলো আছে, ধীরে ধীরে সেসবের সমাধান করতে হবে।

সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এ আরাফাত বলেন, বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না। যত বেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা ততবেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঢাকা-১৭ আসনের এ নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেব যে, আওয়ামী লীগ থাকলে এ দেশে গণতন্ত্র থাকে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী ও মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে। তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। আপনারা সেদিকে সজাগ ও সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, এ নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে আছে সেগুলোর সমাধান করতে। এই আসনে আগে আওয়ামী লীগের ঘরের কোনো এমপি ছিল না। আমি আপনাদের ঘরের লোক, আওয়ামী লীগের লোক।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি মো. ওয়াকিল উদ্দিন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইহসাক মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

বস্তিবাসীর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হবে : আরাফাত

স্টাফ রিপোর্টার
Update Time : ০৭:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন,‌ আমার নির্বাচনী এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সঙ্গে পরামর্শ করে সে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। একটি একটি করে সমস্যাগুলো সমাধান করব। বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষদের যে সমস্যাগুলো আছে, ধীরে ধীরে সেসবের সমাধান করতে হবে।

সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এ আরাফাত বলেন, বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না। যত বেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা ততবেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঢাকা-১৭ আসনের এ নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেব যে, আওয়ামী লীগ থাকলে এ দেশে গণতন্ত্র থাকে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী ও মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে। তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। আপনারা সেদিকে সজাগ ও সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, এ নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে আছে সেগুলোর সমাধান করতে। এই আসনে আগে আওয়ামী লীগের ঘরের কোনো এমপি ছিল না। আমি আপনাদের ঘরের লোক, আওয়ামী লীগের লোক।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি মো. ওয়াকিল উদ্দিন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইহসাক মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।