বল্লম মেরে বড় ভাইকে হত্যা তাবলীগ থেকে গ্রেফতার

- Update Time : ০৫:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৬১ Time View
মনোহরদীতে সম্পত্তি সংক্রান্ত ঝগড়ায় বল্লম মেরে ছোট ভাই কর্তৃক বড় ভাইকে হত্যার পর তাবলীগ জামাতে গিয়ে আত্মগোপন করে থাকা এক আসামীকে পুলিশ নড়াইলের একটি স্থান থেকে গ্রেফতার করেছে। কোর্টে সোপর্দের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়,মনোহরদীর সৈয়দেরগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দীন মোল্লার ছোট ছেলে আওলাদ হোসেন মোল্লা (৫০) বড় ভাই আহসান উল্লাহ মোল্লাকে গত বছরের ৯ নভেম্বর বল্লম মেরে মারাত্মক আহত করে পালিয়ে যায়। এতে ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বড় ভাই আহসান উল্লাহ মোল্লার সেখানে মৃত্যু ঘটে। বিষয়টি নিয়ে প্রথম থেকেই তার পরিবারের পক্ষ থেকে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয় বলে জানা গেছে।
গত ২১ নভেম্বর নিহতের স্ত্রী বিলকিস বাদী হয়ে এ বিষয়ে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন অর রশীদ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ এ মামলার প্রধান আসামী আওলাদ হোসেনকে গত ১২ ফেব্রুয়ারী রাতে তাবলীগ জামাতে সফররত অবস্থায় নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকার একটি মসজিদ থেকে গ্রেফতার করে।
গতকাল আসামীকে কোর্টে চালান করার পর কোর্ট আসামীকে জেল হাজতে প্রেরন করেছে। এর আগে আসামী সেখানে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে বলেও জানা গেছে। মনেহরদী থাবার ওসি আবুল কাশেম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।