বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

- Update Time : ১০:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ২২ Time View
বাংলা নববর্ষ- ১৪৩২ কে স্বাগত জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণে নগরের রাজবাড়ি রোডের জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। নববর্ষের প্রাণবন্ত আবহে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন। পরে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয় হয়ে রথ খোলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, বিএনপি নেতা ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন সবুজ, সাখাওয়াত হোসেন সেলিম, জয়নাল আবেদীন রিজভী, আবু তাহের মুসুল্লি, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, আক্তারুল আলম মাস্টার, মোহাম্মদ সাইজুদ্দিন, যুবদল নেতা আনোয়ার হোসেন বেপারী, আলহাজ্ব নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলনেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, ছাত্রদল নেতা জাফর ইকবাল জনি, মহিলা দলনেত্রী গুল নাহার প্রমুখ।
বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।
জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে। ভবিষ্যতেও করে যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়