ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস

বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে : ফয়েজ আহম্মদ

অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ৯৩ Time View

আলোচনা শেষে ফয়েজ আহম্মদকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, গত ১৫ বছর ধরে কেউ স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেননি। তবে বর্তমান সরকার সাংবাদিকদের সেই স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের থানা রোড এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনারস ক্লাবের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ফয়েজ আহম্মদ বলেন, গত ১৫ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার বা লেখার সুযোগ ছিল না। সাংবাদিকতা ছিল এক ধরনের বাধাগ্রস্ত পেশা। তবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন। সাংবাদিকতার প্রকৃত আনন্দ উপভোগ করছেন সাংবাদিকরা।

তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চলছে এবং নানা গুজব ছড়ানো হচ্ছে। সরকার এসব গুজব মোকাবিলায় সচেষ্ট। প্রান্তিক পর্যায়ে সবাইকে এক হয়ে এসব ষড়যন্ত্র রুখতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্প্রতি সামাজিক সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩০/৩৫ বছর ধরে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রামগঞ্জ-হাজীগঞ্জ বীরেন্দ্র খালের প্রায় দুই কিলোমিটার অংশ পরিষ্কার করেছেন স্বেচ্ছাসেবীরা। মাত্র ৪৫ দিনের অক্লান্ত পরিশ্রমে পরিবেশবান্ধব এ উদ্যোগটি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া রক্তদানে অসামান্য অবদান রেখে ইতোমধ্যে ৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও দান করেছেন সংগঠনের সদস্যরা। এমন দৃষ্টান্তমূলক কাজের জন্য রামগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ক্লাবটি।

রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মামুন, রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম, রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার, রায়পুর এলএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে : ফয়েজ আহম্মদ

অনলাইন ডেস্ক
Update Time : ০৬:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, গত ১৫ বছর ধরে কেউ স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেননি। তবে বর্তমান সরকার সাংবাদিকদের সেই স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের থানা রোড এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনারস ক্লাবের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ফয়েজ আহম্মদ বলেন, গত ১৫ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার বা লেখার সুযোগ ছিল না। সাংবাদিকতা ছিল এক ধরনের বাধাগ্রস্ত পেশা। তবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন। সাংবাদিকতার প্রকৃত আনন্দ উপভোগ করছেন সাংবাদিকরা।

তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চলছে এবং নানা গুজব ছড়ানো হচ্ছে। সরকার এসব গুজব মোকাবিলায় সচেষ্ট। প্রান্তিক পর্যায়ে সবাইকে এক হয়ে এসব ষড়যন্ত্র রুখতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্প্রতি সামাজিক সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩০/৩৫ বছর ধরে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রামগঞ্জ-হাজীগঞ্জ বীরেন্দ্র খালের প্রায় দুই কিলোমিটার অংশ পরিষ্কার করেছেন স্বেচ্ছাসেবীরা। মাত্র ৪৫ দিনের অক্লান্ত পরিশ্রমে পরিবেশবান্ধব এ উদ্যোগটি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া রক্তদানে অসামান্য অবদান রেখে ইতোমধ্যে ৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও দান করেছেন সংগঠনের সদস্যরা। এমন দৃষ্টান্তমূলক কাজের জন্য রামগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ক্লাবটি।

রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মামুন, রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম, রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার, রায়পুর এলএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান।