ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ক্র্যাব এর চার দশক উদযাপিত

নওরোজ রিপোর্ট
  • Update Time : ০৯:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / ২০০ Time View

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব)-এর চার দশক পূর্তি উদযাপিত হয় গত ২৩ জুলাই রবিবার।

এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে ক্র্যাবের সদস্য ও পরিবারবর্গ এই অনুষ্ঠান উপভোগ করেন।

সকালে রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ বিপু মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এমপি। সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তমাল।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। অনুষ্ঠানে ক্র্যাবের বেশ কয়েকজন সদস্য বক্তব্য রাখেন।

পরে মন্ত্রীদ্বয় ক্র্যাবের বর্ণাঢ্য র‌্যালী উদ্বোধন করেন। শেষে উপস্থিত সদস্যদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

সন্ধ্যায় কাকরাইলের আইডিইবি ভবনে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন যথারীতি ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তমাল, সহ-সভাপতি মিজানুর রহমান ওরফে মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব, পরবর্তীতে সাধারণ সম্পাদক শামসুল হক দুররানীসহ অনেককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ক্র্যাব এর চার দশক উদযাপিত

নওরোজ রিপোর্ট
Update Time : ০৯:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব)-এর চার দশক পূর্তি উদযাপিত হয় গত ২৩ জুলাই রবিবার।

এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে ক্র্যাবের সদস্য ও পরিবারবর্গ এই অনুষ্ঠান উপভোগ করেন।

সকালে রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ বিপু মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এমপি। সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তমাল।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। অনুষ্ঠানে ক্র্যাবের বেশ কয়েকজন সদস্য বক্তব্য রাখেন।

পরে মন্ত্রীদ্বয় ক্র্যাবের বর্ণাঢ্য র‌্যালী উদ্বোধন করেন। শেষে উপস্থিত সদস্যদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

সন্ধ্যায় কাকরাইলের আইডিইবি ভবনে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন যথারীতি ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তমাল, সহ-সভাপতি মিজানুর রহমান ওরফে মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব, পরবর্তীতে সাধারণ সম্পাদক শামসুল হক দুররানীসহ অনেককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।