বরিশালে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩
- Update Time : ০৬:৩৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১০ Time View
গত ২২/০৮/২৫ তারিখ বরিশাল এয়ারপোর্ট থানাধীন পশ্চিম রহমতপুর সাকিনস্থ মিজান মেম্বার এর বাড়ীর সামনে পাওনা টাকা আদায়ের জন্য ধৃত মমিনুল তার দুই সহযোগীসহ ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে পেটে ছুরি দিয়ে পর পর দুইটি আঘাত করলে ভিকটিম মাটিতে লুটে পরে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম চিৎকার করলে স্থানীয় লোকজনের উপস্থিতি দেখতে পেরে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে উক্ত মেডিকেলের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে।
এ ঘটনায় বিএমপি বরিশাল বিমান বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার পর ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে র্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী শুরু করে এবং এক পর্যায়ে আসামির অবস্থান নিশ্চিত করে ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে বরিশাল বিমান বন্দর থানার হত্যা মামলার প্রধান আসামী ১। মোঃ মমিনুল ওরফে লিমন সিকদার (১৯), ২। মো:ইমন হোসেন (২১), ৩। মোসা:নাজমা বেগমকে (৪২) রাজধানীর ভাটার ও বাড্ডা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


































































































