বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন
- Update Time : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৭৭ Time View
বরিশালের উজিরপুরে চলন্ত অবস্থায় একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসি বাসের পেছন থেকে ব্যাটারি সংযোগে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত না হলেও যাত্রীদের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
বরিশাল হাইওয়ে পুলিশের গৌরনদী থানার ওসি আমিনুর রহমান কালবেলাকে বলেন, বরিশাল থেকে খুলনা উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। সবাই অক্ষত আছে। তবে তাদের মালামার পুড়ে গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সড়কে আধা ঘণ্টার মতো যানচলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।







































































































































































































