বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

- Update Time : ০৮:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৩৩ Time View
জীবনের তাগিদে মানুষ ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যেখানে খুঁজে পায় তার চলার গতিপথ, খুঁজে পায় পরিবার নিয়ে সুখের একটি জীবন-যাপনের নীড়। তেমনি করেই সড়ক ও জনপথ (সওজ) এর সাথে যুক্ত হয়েছিলেন বহু তরুণ ও তরুণীরা। আজ তারা কেউই সেই তরুণ নেই, নেই যুবক বয়সেও। গায়ের চামড়ায় টান ধরেছে, পেকেছে মাথার চুল আর দাঁড়ি। মানবেতর জীবন-যাপনের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে সওজ এর সাথে যুক্ত থাকা মাস্টাররোল এ কাজ করা ব্যক্তিরা।
এতশত কষ্ট লাঘবে সংশ্লিষ্টদের টনক নাড়াতে সারা দেশের ন্যায় তিনদিনব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন এর কেন্দ্র ঘোষিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরগুনায় কর্মরত সড়ক ও জনপথ বিভাগের মাস্টারোল এর কর্মচারীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মূসূচি পালন করছেন তারা।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বরগুনা বিভাগের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। একই সঙ্গে এই তিনদিন (১৯-২১ অক্টোবর) প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরোতী পালন করবেন।
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন এর বরগুনা জেলার সভাপতি মো: আতাউর রহমান মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এস,এম, রুবেল ও অর্থ সম্পাদক সামছুল হক মঈন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন- সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন করাসহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালা ৭ মামলায় অন্তর্ভূক্তকরণ করতে হবে। একই সাথে সাত দফা দাবি বাস্তবায়নে সুদৃষ্টি দিবেন সরকার, এমন প্রত্যাশাই বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন এর।