বরগুনায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

- Update Time : ০৮:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১১২ Time View
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী গণশুনানি।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ গণশুনানিতে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
দিনব্যাপী এ গণশুনানিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাদাতা কর্মকর্তাদের উপস্থিতিতে ভুক্তভোগী সেবা প্রার্থীদের অভিযোগ সরাসরি শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। একই সাথে কিছু কিছু অভিযোগ তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন- দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।